আজমেঢ় দরগায় চাদর চড়ানো শুভশ্রীর মহালয়া অনুষ্ঠান বয়কটের ডাক! ক্ষোভ উগরে দিলেন নায়িকা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিগত এক মাস ধরে প্রতি পদে পদে বয়কটের মুখে পড়ছেন শুভশ্রী গঙ্গোপাধ‍্যায় (Subhashree Ganguly)। তাঁর অভিনীত দুটি ছবি ‘ধর্মযুদ্ধ’ এবং ‘বিসমিল্লা’র বিরুদ্ধে বাতিলের ডাক তুলেছিল বয়কটবাহিনী। হিন্দু ধর্মকে অসম্মান এবং ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছিল। এমনকি কয়েকজন এও বলেছিল, বাঙালি এখন আর ‘বন্দে মাতরম’ নয়, বলে ‘বিসমিল্লা’!

বড়পর্দার বয়কট ট্রেন্ডের ছোঁয়া এসে লেগেছে ছোটপর্দাতেও। ধর্মযুদ্ধ এবং বিসমিল্লার পর এবার জি বাংলার ‘মহালয়া’র অনুষ্ঠানও বয়কটের ডাক দিয়েছে কয়েকজন। কারণ? এখানেও সেই শুভশ্রীর সূত্র। জি বাংলার মহালয়ার অনুষ্ঠান ‘সিংহবাহিনী ত্রিনয়নী’তে মহিষাসুরমর্দিনীর ভূমিকায় দেখা যাবে টলিউড অভিনেত্রীকে। ইতিমধ‍্যে প্রকাশ‍্যে এসেছে প্রোমো।


তার মধ‍্যেই জনৈক নেটনাগরিক শুভশ্রীর আজমেঢ় দরগায় গিয়ে চাদর চড়ানোর প্রসঙ্গ টেনে এনেছেন। লেখা হয়েছে, ‘জি বাংলা থেকে সম্প্রচারিত শুভশ্রী চক্রবর্তীর অভিনীত মহালয়া বয়কট করার দায়িত্ব আপনাদের। দেবী দূর্গা রূপে আমরা এমন কাউকে দেখতে চাইনা যারা প্রতিপদে সনাতন ধর্মকে পরিহাস করে ইসলামকে অন্তরে ধারণ করে‌।’

কয়েক মাস আগে রাজস্থানে ঘুরতে গিয়ে আজমেঢ় শরীফ দরগায় চাদর চড়িয়েছিলেন রাজ, শুভশ্রী। সেসময়ে রাজ ও ছোট্ট ইউভানের মাথায় ফেজ টুপি দেখে বিতর্ক তৈরি হয়েছিল নেটপাড়ায়। সেই প্রসঙ্গই আবার টেনে এনে এখন মহালয়ার অনুষ্ঠান বয়কটের ডাক দেওয়া হচ্ছে।

এ প্রসঙ্গে শুভশ্রীকে প্রশ্ন করা হলে ক্ষোভ উগরে দেন তিনি। অভিনেত্রীর স্পষ্ট কথা, যারা ধর্মের নামে এসব করছে তারা অশিক্ষিত, অযোগ‍্য কিছু মানুষ। এদের নিয়ে তিনি কিছু বলতে চান না, এরা কী বলল না বলল তা তাকে স্পর্শও করে না। শুভশ্রী বলেন, যারা এসব করছে তার থেকে অনেক বেশি মানুষ তাঁর মহালয়া দেখার জন‍্য অপেক্ষা করে রয়েছেন।

X