বিদায় ভারতের, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নাসিমের পারফরম্যান্সে ভর করে ফাইনালে পাকিস্তান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় সমর্থকদের আশা জাগিয়েও হতাশ করল আফগানিস্তান। হাড্ডাহাড্ডি লড়াই করে ম্যাচ জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন রশিদ খানরা। কিন্তু শেষ পর্যন্ত ১ উইকেটে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলল পাকিস্তান। আর এইচ এর সবচেয়ে বেশি কৃতিত্ব প্রাপ্য তরুণ পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহের।

টুর্নামেন্ট শুরুর আগে তিনি হয়তো জানতেন এই না যে তাকে নিয়মিত খেলতে হবে। শাহীন আফ্রীদি সহ আরো কিছু গুরুত্বপূর্ণ বোলার চোট পেয়ে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ায় পাকিস্তানের প্রথম একাদশে সুযোগ পান তিনি। ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচেই তিনি নিজের জাত চিনিয়েছিলেন। সেদিন জয় পায়নি পাকিস্তান। কিন্তু আজ সে পাকিস্তান জিতে এশিয়া কাপের ফাইনালে উঠলো তার সবচেয়ে বড় কৃতিত্ব এই তরুণ পাকিস্তানি ক্রিকেটারের। আজ বল হাতে কৃপণ বোলিং করার পাশাপাশি দলের প্রয়োজনে ব্যাট হাতে হয়ে উঠলেন বাবর আজমদের রক্ষাকর্তা।

টসে জিতে আজ ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচের মতোই প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাবর আজম। আফগানিস্তানের দুই ওপেনার দুর্দান্ত শুরু করেছিলেন। কিন্তু রহমতুল্লাহ গুরবাজ ৩৬ রানের দলগত স্কোরে আউট হতেই আফগানিস্তানের পতনের শুরু হয়। শেষদিকে রশিদ খান চালিয়ে ব্যাটিং করে ১৫ বলে ২টি চার ও ১টি ছক্কা সহ ১৮ রান করে দলকে ১২০-এর গন্ডি পের হতে সাহায্য করেন। পাকিস্তানের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৩০।

গোটা টুর্ণামেন্টে নিজের অফ ফরমেট ধারা অব্যাহত রয়েছে এই ম্যাচে বাবর আজম গোল্ডেন ডাকে আউট হন। ফখর জামান (৫) ফেরেন রান আউট হয়। চাপে পড়ে গিয়ে অত্যন্ত ধীরগতিতে ব্যাটিং করতে থাকেন মহম্মদ রিজওয়ান ও ইফতিকার আহমেদ। রিজওয়ান ২০ ও ইফতিকার ৩০ রান করে আউট হওয়ার পরে মারমূখী শাদাব খানকেও তুলে নিয়ে পাকিস্তানকে বড় ধাক্কা দেন রশিদ খান। নিয়মিত উইকেট তুলছিলেন আফগান বোলাররা

এরপর পাকিস্তান দলকে হারের হাত থেকে বাঁচানোর দায়িত্ব এসে পড়ে আসিফ আলীর উপর। কিন্তু ১৯ তম ওভারে একটি ছয় খেলেও হারিস রাউফের সঙ্গে সঙ্গে আসিফকেও তুলে নিয়ে আফগানিস্তানের দিকে ম্যাচ ঘুরিয়ে দেন ফরিদ মালিক। জয়ের জন্য শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১১ রানের এবং হাতে ছিল মাত্র একটি উইকেট। বল ছিল আজ আফগানিস্তানের হয়ে প্রথম তিন ওভার বল করে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নেওয়া ফজলক ফারুকির হাতে। আফগানিস্তানের জয় একপ্রকার নিশ্চিত বলে ধরে নিয়েছিলেন অনেকে কিন্তু এখানেই ঘটে অঘটন। বল হাতে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট নেওয়া নাসিম শাহ আজ ব্যাট হাতেও জ্বলে ওঠেন এবং ওভারের প্রথম দুটি বলেই দুটি বিশাল ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে ম্যাচ দিয়ে দেন এবং এর ফলে ভারতের ফাইনালে ওঠার যাবতীয় আশাও শেষ হয়ে গেল। ফাইনালে আসন্ন রবিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান।

Reetabrata Deb

সম্পর্কিত খবর