বাংলাহান্ট ডেস্ক: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) কেরিয়ারের কথা উঠলে ‘অমর সঙ্গী’র (Amar Sangi) প্রসঙ্গ উঠবেই। বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে যেকটি ছবি দুর্দান্ত ব্যবসা করেছে, তাদের মধ্যে অমর সঙ্গী অন্যতম। প্রসেনজিৎ ও বিজয়েতা পণ্ডিতের জুটি আজো আইকনিক সিনেপ্রেমীদের কাছে। তেমনি আইকনিক হয়ে ছবিটির টাইটেল ট্র্যাক। এখনো যেকোনো শো তে গেলে প্রসেনজিতের কাছে অনুরোধ আসে, অমর সঙ্গীর টাইটেল ট্র্যাকটি একবার গেয়ে শোনানোর।
দেখতে দেখতে ৩৫ বছর পূর্ণ করে ফেলল অমর সঙ্গী। সেদিনকার তরুণ নায়ক নায়িকা দুজনেরই আজ বয়স বেড়েছে। প্রসেনজিৎ টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ হয়ে উঠেছেন। বিজয়েতাকে ছবিতে আর দেখা না গেলেও জনপ্রিয়তা একটুও ফিকে হয়নি তাঁর।
অমর সঙ্গী প্রসেনজিৎকে নিজস্ব পরিচিতি দিয়েছিল টলিউডে। ছবির ৩৫ বছর পূর্তি উপলক্ষে আবেগঘন হয়ে পড়েছেন অভিনেতা। অনুরাগীদের জন্য একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি। সেখানে তাঁকে বলতে শোনা যায়, “আমি খুব খুশি। ৩৫ বছর পূর্ণ করছে চিরদিনই তুমি যে আমার এবং অমর সঙ্গী, যে ছবির পর থেকে আপনারা আমাকে মনে রেখেছেন এত বছর। আমি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালবাসা জানাচ্ছি সবাইকে, আমাকে এবং অমর সঙ্গীকে ভালবাসার জন্য। চিরদিনই আমি যে তোমার।”
সঙ্গে সেই আইকনিক গান ‘চিরদিনই তুমি যে আমার’ এর কিছুটা অংশ জুড়ে দিয়েছেন প্রসেনজিৎ। তিনি লিখেছেন, ‘অমর সঙ্গীর ৩৫ বছর। অনেক অনেক স্মৃতি এবং আজো এই সিনেমার জন্য, এই সিনেমার গানের জন্য যে ভালবাসা পাই আপনাদের থেকে, তার জন্য আমার আন্তরিক ধন্যবাদ।’ বিজয়েতার সঙ্গেও একটি ছবি শেয়ার করেছেন প্রসেনজিৎ।
https://twitter.com/prosenjitbumba/status/1567555168362991617?t=8podzt0TCH-9HxIhecL5KA&s=19
১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল অমর সঙ্গী। এই ছবিতেই প্রথম নায়ক হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন প্রসেনজিৎ। প্রথম ছবি অভূতপূর্ব ভালবাসা দিয়েছিল তাঁকে। তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি প্রসেনজিৎকে। এক স্টারের জন্ম দিয়েছিল অমর সঙ্গী।