আমি ডক্টরেট, কাকা সাহিত্যিক, আমায় জামিন দিন! আদালতে কাতর আর্জি পার্থর

বাংলাহান্ট ডেস্ক : আদালত শুনছে না তার আর্জি। তাই এবার জামিনের (Bail) আবেদনে করতে গিয়ে পরিবারের লোকজনের (Family Background) গৌরবের প্রসঙ্গ তুললেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee)। এদিন আলিপুর আদালতে ছিলেন পার্থর আইনজীবীরাও। তাঁদের পাশাপাশি প্রাক্তন শিক্ষামন্ত্রীও নিজেই নিজের জামিনের জন্য আবেদন করেন।

এদিন আদালতে পার্থ বলেন, ‘আমার কাকা প্রবাদপ্রতিম সাহিত্যিক ছিলেন। আমার মা-বাবা দু’জনেই ছিলেন উচ্চশিক্ষিত। আমি নিজে এমবিএ, ডক্টরেট। রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলাম আমি। দীর্ঘদিন একটি নামী সংস্থায় উঁচু পদে চাকরি করেছি। এবার আমায় জামিন দেওয়া হোক।’

এর পাশাপাশি পার্থবাবু আদালতে আরও জানান, ‘নিয়োগ দুর্নীতিতে আমার কোনও হাত ছিল না। কারণ, এসএসসি এবং প্রাথমিক টেট—এই দুটিই ছিল আলাদা কমিটি। মন্ত্রী হিসেবে এই দুই কমিটির প্রতিদিনের কাজে আমি থাকতাম না।’

এদিন পার্থকে তোলা হয় আলিপুর আদালতে। আপাতত ইডির গ্রেফতারিতে জেলবন্দি পার্থ। এবার তাঁকে হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে অপর কেন্দ্রীয় সংস্থা সিবিআই। পার্থর আইনজীবীরা এদিন আদালতে বলেন, ইডি গ্রেফতার করেছে প্রায় ৬০ দিন হতে চলল। এখনও ইডি চার্জশিট দিতে পারেনি ইডি। তাছাড়া এসএসসি দুর্নীতি মামলার এফআইআর-এও পার্থ চট্টোপাধ্যায়ের নাম ছিল না। সেইসঙ্গে তাঁর শারীরিক অবস্থার কথাও তুলে ধরা হয় আলিপুর আদালতে।

এই বিষয়ে সিবিআই বলে, এখনই পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিলে তদন্ত প্রক্রিয়া মারাত্মক প্রভাবিত হবে। দীর্ঘ এক ঘণ্টা শুনানির পর রায় ঘোষণা স্থগিত রাখেন বিচারক। আদালত জানায়, দুপুর সাড়ে তিনটের সময়ে রায় দেওয়া হবে। এবার কী রায় দেয় আলিপুর আদালত সে দিকেই নজর সকলের।

Sudipto

সম্পর্কিত খবর