বাংলা হান্ট নিউজ ডেস্ক: যেদিন থেকে ক্রিকেট বিশ্বকাপে রঙিন জার্সি পড়ে মাঠে নামার রীতি চালু হয়েছে, সেদিন থেকে ভারতীয় ক্রিকেটাররা মোট ১৩ টি বিভিন্ন ফরম্যাটের বিশ্বকাপে অংশগ্রহণ করেছে মোট ১২ টি বিভিন্ন ধরনের ডিজাইনের জার্সি গায়ে চাপিয়ে। প্রত্যেকটি জার্সির ক্ষেত্রেই নীল রং ছিল সহজাত।
তবে নীলের নানান রকম প্রকারভেদ দেখা গেছে আলাদা আলাদা বিশ্বকাপে। শুধুমাত্র ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল নতুন কোনও জার্সি ব্যবহার করেনি। কারণ বিসিসিআই চেয়েছিল যে ভারতীয় দল ২০১১ ওয়ান ডে বিশ্বকাপ জয়ী সেই জার্সি টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যবহার করুক।
এবার সেই তালিকায় একটা নতুন জার্সি যোগ হয়ে গেল। ভারতীয় দল আজ পর্যন্ত বারোটি জার্সি ব্যবহার করেছে সমস্ত বিশ্বকাপগুলি মিলিয়ে। তার মধ্যে ১৯৯২ ওডিআই বিশ্বকাপ ও ২০০৯ এবং ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সির রং ছিল নেভি ব্লু। ২০১১, ২০১৫, ২০১৯ ওডিআই বিশ্বকাপ ও ২০১২, ২০১৪, ২০১৬ টি টোয়েন্টি বিশ্বকাপের জার্সির রং ছিল রয়্যাল ব্লু। আর ১৯৯৬, ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ ওডিআই বিশ্বকাপের রং ছিল আকাশী। আসন্ন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ১৩ তম রঙিন জার্সির রংও হলো আকাশী, তবে কিছু অংশে থাকছে গাঢ় নীল রংও। এই জার্সি উন্মোচন হয়েছে রোহিত শর্মা, হরমনপ্রীত কৌর, হার্দিক পান্ডিয়া, শেফালী ভার্মা, সূর্যকুমার যাদবদের হাত ধরে।
আগামী মাসের ১৬ তারিখ থেকে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি স্বরূপ দুটি সিরিজেও এই জার্সি ব্যবহার করবে। ভারতীয় দল আগামী মঙ্গলবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ খেলতে নামছে। তার ঠিক একমাস পরেই ২৩শে অক্টোবর মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করবে তারা। এর মাঝে দক্ষিণ আফ্রিকাদ বিরুদ্ধেও সিরিজ খেলবে ভারত।
আজ, ১৮ই সেপ্টেম্বর, রবিবার, জার্সিটি মুম্বাইতে অফিসিয়ালি উন্মোচন করা হলো। ভারতীয় ক্রিকেট দলের অফিসিয়াল কিট পার্টনার ‘এমপিএল স্পোর্টস’ জার্সিটি উন্মোচন করে। গতবার টি-টোয়েন্টি ওয়ার্ল্ডে ভারতীয় দলের জার্সি ছিল সম্পূর্ণ নেভি ব্লু, তবে সেই জার্সি গায়ে চাপিয়ে মুখ থুবড়ে পড়েছিল ভারতীয় দল। নতুন জার্সি ভারতের ভাগ্য ফেরায় কিনা সেটাই দেখার। প্রসঙ্গত চলতি সিরিজ শেষের পরে ভারতীয় মহিলা ক্রিকেট দলও এই একই জার্সি ব্যবহার করবে।