বাংলা হান্ট ডেস্ক: আমেরিকায় আইফোন ১৪ ( Apple iPhone 14) লঞ্চ হওয়ার পর থেকেই এটি নিয়ে গ্রাহকদের উন্মাদনা চোখে পড়ার মতো। সকলেই চাইছেন অত্যাধুনিক এই স্মার্টফোনটিকে নিজের করে নিতে। তবে ভারতীয় গ্রাহকদের জন্য এবার সুখবর! খুব শীঘ্রই ভারতেই তৈরি হতে চলেছে আইফোন ১৪। এর ফলে এই স্মার্টফোনটির দামও কমে যাবে অনেকটাই। এমনই পরিকল্পনা করেছে টাটা গোষ্ঠী।
তাইওয়ানের সাপ্লায়ার উইস্ট্রন কর্পের সঙ্গে একটি যৌথ উদ্যোগ করার ব্যাপারে আলোচনা চলছে টাটা গ্রুপের (Tata Group)। এর ফলে এরপর ভারতেই তৈরি হবে অ্যাপেল আইফোন। এই চুক্তি চুড়ান্ত হলে টাটা গ্রুপই ভারতে প্রথম আইফোন নির্মাণকারী সংস্থা হয়ে যাবে। যদিও এই চুক্তি চুড়ান্ত পর্যায়ে পৌঁছতে এখনও কিছুটা সময় লাগবে বলে জানা গিয়েছে।
বর্তমানে তাইওয়ানের ম্যানুফ্যাকচারিং সংস্থা উইস্ট্রন কর্প ও ফক্সকন টেকনোলজিজ যৌথভাবে অ্যাপেলের আইফোন অ্যাসেম্বল করে থাকে। অ্যাপেলও চিনের বাইরে তাদের ব্যবসা সম্প্রসারণ করতে চায়। এই সুযোগটাই কাজে লাগাতে ইচ্ছুক ভারত। একইসঙ্গে অ্যাপেলও এই দেশে তাদের সাপ্লাই চেইন আরও প্রসারিত করতে চাইছে।
সেই কারণে চিনের বাইরে তাদের আইফোন নির্মাণের জন্য বিকল্পের খোঁজে রয়েছে আমেরিকার এই প্রযুক্তি সংস্থাটি। এমনকি আইফোনের নতুন মডেলগুলি তৈরি এবং রফতানির জন্য চিনের উপর যতটা সম্ভব কম নির্ভর করতে চাইছে। এর প্রধান কারণ হিসেবে চিন ও আমেরিকার সরকারের মধ্যে চূড়ান্ত মতভেদকে মনে করা হচ্ছে। টাটার সঙ্গে তাইওয়ানের সংস্থার এই চুক্তি যদি সফল হয়, তাহলে টাটা গোষ্ঠীই ভারতের প্রথম সংস্থা হবে যারা আইফোন নির্মাণ করবে। এর ফলে দেশে আইফোনের দামও অনেকটাই কমবে বলে মনে করছেন টেক বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর বিদেশি সংস্থাগুলিকে আহ্বান জানিয়েছেন ভারতে এসে তাদের ব্যবসা বিস্তার করার। তাই মনে করা হচ্ছে, টাটার সঙ্গে উইস্ট্রন কর্পের চুক্তি যদি সফল হয়, তাহলে তা প্রধানমন্ত্রীর মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে আরও শক্তিশালী করবে।