বাংলাহান্ট ডেস্ক: বেশ কয়েক বছর ধরেই ভিন্ন ধরণের ছবি বাছছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। পরিণীতা, হাবজি গাবজি, ধর্মযুদ্ধ, বিসমিল্লার পর বৌদি ক্যান্টিন এবং ইন্দুবালা ভাতের হোটেল, এই দুটি ছবিতে দেখা যাবে তাঁকে। দুটি ছবিই তথাকথিত মূলধারার বাণিজ্যিক ছবি থেকে আলাদা, যা কেরিয়ারের শুরু থেকে করে এসেছেন শুভশ্রী।
নিজের অভিনয় প্রতিভাকে ঘষেমেজে ধারালো করার চেষ্টায় রয়েছেন তিনি। আর শুভশ্রীর এই নতুন ধরণের ছবিগুলি বেশ মনেও ধরছে দর্শকদের। আগামীতে বৌদি ক্যান্টিন এবং ইন্দুবালা ভাতের হোটেল ছবি দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ইন্দুবালা ভাতের হোটেলে শুভশ্রীর প্রথম লুক।
মাথায় পাতলা পাকা চুল খোঁপা করে বাঁধা। মুখ আর হাতের তামাটে চামড়ায় অজস্র বলিরেখা। চশমার কাঁচের পেছনে ঘোলাটে দুই চোখ। মুখে হালকা হাসি। এক হাতা ভাত তুলে পরিবেশন করার অপেক্ষায় রয়েছেন। ছবিটা দেখে এক ঝলকে বুঝতে বেশ বেগ পেতে হবে যে এটাই শুভশ্রী। প্রস্থেটিক মেকআপের কল্যাণে এক নিমেষে বৃদ্ধা হয়ে গিয়েছেন তিনি!
স্ত্রীর ছবি শেয়ার করে গর্বিত স্বামী রাজ লিখেছেন, ‘নিজেকে ভেঙে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ পঁচাত্তর বছর বয়সী একজন মহিলার চরিত্রে অভিনয় করার সাহসিকতাকে আমি কুর্নিশ জানাই৷ হ্যাটস অফ গোটা টিম-কে। জানি খুব ভালো হবে। অপেক্ষায় রইলাম৷’
https://www.instagram.com/p/Ciu_IvDJ1dG/?igshid=YmMyMTA2M2Y=
কল্লোল লাহিড়ীর অত্যন্ত জনপ্রিয় উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’কে পর্দায় আনতে চলেছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। ওয়েব সিরিজে মুখ্য চরিত্র ইন্দুবালার ভূমিকায় থাকছেন শুভশ্রী। এটাই তাঁর ওয়েব ডেবিউ। পূর্ববঙ্গের মেয়ে ইন্দুবালা পরে চলে আসেন এপারে। সন্তানদের মুখ চেয়ে ওই সময়ে স্বাবলম্বী হয়েছিলেন তিনি। তাঁর ভাতের হোটেলের সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল চতুর্দিকে।
রন্ধন পটীয়সী ইন্দুবালা হয়ে উঠতে কোনো খামতি রাখছেন না শুভশ্রী। ‘পরিণীতা’র আগে যেমন সোহিনী সেনগুপ্তর কাছে অভিনয়ের মহড়া নিয়েছিলেন, তেমনি ‘ইন্দুবালা ভাতের হোটেল’ এও যাতে অভিনয়ে কোনো ত্রুটি না থাকে সে জন্য এবারেও সোহিনীই ভরসা শুভশ্রীর।
পরিচালক দেবালয় সংবাদ মাধ্যমকে জানান, ইন্দুবালার ১৬ থেকে ৭৫ বছর বয়স পর্যন্ত দেখানো হবে। ১৬ বছরের ইন্দুবালার চরিত্রে দেখা যাবে পারিজাত চৌধুরীকে। আর শুভশ্রী অভিনয় করবেন ২৫ থেকে ৭৫ বছর বয়স পর্যন্ত।