পুজোর মধ্যে পার্থদের জন্য জেলে এলাহি আয়োজন! মন খারাপ অর্পিতার

বাংলাহান্ট ডেস্ক : দুর্গাপূজা (Durga Puja 2022) মানেই বাঙালির কাছে আলাদাই আবেগ। রাত জেগে ঠাকুর দেখার পাশাপাশি বেশ আয়েশ করে ভুঁড়ি ভোজ তো রয়েছেই। তবে এবার পূজাটা জেলেই কাটছে এসএসসি কেলেঙ্কারিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) সহ শিক্ষা দফতরের প্রাক্তন পদস্থ কর্তাদের। এসএসসির দুই প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেও জেলে বসেই পূজার আমেজ নিতে হবে এই বছর।

এবার পুজোর চারদিন পরিবারের সদস্যদের সঙ্গে কাটাতে পারবেন না তাঁরা। তবে তাঁদের আক্ষেপ বেশ কিছুটা কমতে চলেছে বলে জানা গেছে। ভুঁড়ি ভোজের এলাহি আয়োজন হচ্ছে জেলের মধ্যেই। সূত্রের খবর, প্রাথমিকভাবে ঠিক হয়েছে এবার প্রেসিডেন্সি জেলে পুজোর মেনুতে থাকছে শুধুই খাসির মাংস। চিকেনকে বাদই রাখা হচ্ছে এবার। মটন কষা, মটন গ্রেভি পড়বে আবাসিকদের পাতে। রুই আর কাতলার কালিয়াও থাকবে তার সঙ্গে। এবার স্পেশাল পটল চিংড়িও করতে চলেছে সংশোধনাগার কর্তৃপক্ষ।

তবে অষ্টমীর দিন এবারও মেনু খিচুড়ি। সঙ্গে চাটনি, পাপড় তো আছেই। ইচ্ছে হলে লুচিও, ঘুগনিও পাতে পাবেন বন্দিরা। রসগোল্লা, লাড্ডু দিয়ে মিষ্টিমুখ করারও ব্যবস্থা থাকছে। এককথায় পুজোর চারদিন খাওয়ার একেবারে এলাহি আয়োজন থাকছে সংশোধনাগারগুলিতে। রোজকার সেই একঘেয়ে খাবার থেকে অনেকটাই আলাদা এই দিনগুলির মেনু।

এই রকমারি খাবার খেতে খেতে হয়তো অনেকেরই মনে পড়ে যাবে গতবছর আনন্দ করে পূজা কাটানোর সময়টার কথা। সংশোধনাগার সূত্রে জানা যাচ্ছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কোনও উৎসবের দিন এলেই পুরানো দিনগুলো কীভাবে তিনি কাটাতেন সেসবই সহবন্দিদের গল্প বলে শোনাচ্ছেন।

বাড়ির কথাও নাকি খুব মনে পড়ছে অর্পিতার মুখোপাধ্যায়ের। মা কেমন আছেন সেটাও জানতে চাইছেন বারবার। হয়তো পূজা এগিয়ে এসেছে বলেই মনে পড়ে যাচ্ছে বেলঘরিয়ার বাড়িতে ফেরার কথা। কিভাবে কাটাতেন এই দিন গুলো। সেটাই হয়তো বারবার উঁকি দিচ্ছে স্মৃতিপটে।

Sudipto

সম্পর্কিত খবর