বাংলা হান্ট ডেস্কঃ তপন দত্ত (Tapan Dutta) খুনের মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মামলার শুনানি চলাকালে উভয় পক্ষের দাবিদাওয়া শোনার পর হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিবিআই (CBI) তদন্তের নির্দেশ বজায় রাখার পাশাপাশি খারিজ করে দিল রাজ্যের আবেদন।
উল্লেখ্য, গত ৯ ই জুন তপন দত্ত খুনের মামলায় সিআইডির থেকে তুলে সিবিআইকে তদন্তের দায়ভার দেয় আদালত। পরবর্তীতে ডিভিশন বেঞ্চে মামলাটি পুনর্বিবেচনার আর্জি জানালেও হলো না শেষ রক্ষা!
প্রসঙ্গত, ২০১১ সালের ৬ ই মে খুন করা হয় হাওড়ার পরিবেশকর্মী তপন দত্তকে। পরবর্তীতে সিআইডি নিজেদের হাতে তদন্তের দায়ভার নেয় এবং কয়েকদিনের মধ্যেই পেশ করা হয় চার্জশিট। তবে এরপর আচমকাই কোন এক অজানা কারণে ওই চার্জশিট থেকে ৯ জনের নাম বাদ দেয় রাজ্য গোয়েন্দা সংস্থা। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নিকট উপস্থিত হন মৃত তপন দত্তের স্ত্রী প্রতিমা।
পরবর্তীতে এই মামলায় সিবিআইকে তদন্তের দায়ভার চাপান বিচারপতি রাজাশেখর মান্থা। উক্ত ঘটনায় তৃণমূল নেতা সহ মোট ১৩ জনের নাম থাকলেও পরবর্তীতে তারা ছাড়া পাওয়া প্রসঙ্গে সিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয় বলে মত বিশেষজ্ঞদের।
উল্লেখ্য, এই মামলাটি ডিভিশন বেঞ্চে উঠলে তারাও এদিন সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখল। এই রায়ে খুশি প্রতিমা দত্ত। তিনি বলেন, “আমি খুশি হয়েছি। আমার স্বামীর মৃত্যুর ঘটনায় তৃণমূল মন্ত্রী অরূপ রায়ের যোগ রয়েছে। উনি ছাড়াও আরো অনেকে যুক্ত রয়েছে। তবে আমি যে লড়াই চালিয়ে এসেছি, তার সুফল মিলবে।” একইসঙ্গে হাইকোর্টের রায়ের দ্বারা পরবর্তীতে দোষীরা শাস্তি পাবে বলেই আশা প্রতিমার।