বাংলাহান্ট ডেস্ক : আশংকাই সত্যি হল। ষষ্ঠীর সকালে আবহাওয়া পরিষ্কার থাকলেও দুপুর হতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে উপকূলের জেলাগুলিতে অন্ধকার করে আসে আকাশ। মেঘঢাকা আকাশকে তোয়াক্কা না করেই মানুষ জড়ো হয় মণ্ডপ থেকে মণ্ডপে। তারপরই সন্ধ্যায় ঝেঁপে বৃষ্টি নামে। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পক্ষ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তমী থেকে দশমীর মধ্যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও এদিন দুপুরের পর থেকে কখনও কলকাতা, কখনও পূর্ব মেদিনীপুর, কখনও পশ্চিম মেদিনীপুরে ঘন্টা দুয়েকের মধ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩০.১° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২১.৩° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৭%
বাতাস : ১৫ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮৯%
আজকের আবহাওয়া : এদিন কলকাতা ও আশপাশের এলাকার জন্য পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। তবে কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। ২ ও ৩ অক্টোবর অর্থাৎ সপ্তমী ও অষ্টমীর দিন কলকাতা ও আশপাশের আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টি হতে পারে। ৪ ও ৫ অক্টোবর অর্থাৎ নবমী ও দশমীর দিনও কলকাতা ও আশপাশের আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টি হতে পারে।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের জন্য আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, এদিন ও রবিবার অর্থাৎ ২ অক্টোবর সপ্তমীতে উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ৩ অক্টোবর অষ্টমী থেকে ৫ অক্টোবর দশমীর মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বাড়বে। তবে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া দফতরের তরফে এদিনের জন্য পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২ অক্টোবর সপ্তমীতে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায়। ৩ অক্টোবর অষ্টমীতে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
আগামীকালের আবহাওয়া : ৪ অক্টোবর নবমীতেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ৫ অক্টোবর দশমীতে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।