বাড়িতে রাইফেল দিয়ে ‘শস্ত্র পূজা’, দেশের রক্ষাকর্তা জওয়ানদের জন‍্য প্রার্থনা কঙ্গনার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কথা দিয়ে হোক বা কাজ দিয়ে, লাইমলাইট নিজের দিকে ঘুরিয়ে নিতে জানেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। টুইটার থেকে বিতাড়িত হওয়ার পর আগের তুলনায় নেটমাধ‍্যমে সক্রিয়তা একটু কমেছে তাঁর। তবে টুইটারের বদলে এখন ইনস্টাগ্রামে খুঁটিনাটি তথ‍্য শেয়ার করেন তিনি। সম্প্রতি বিজয়া দশমীতে বাড়িতে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে ‘শস্ত্র পুজো’ করেন কঙ্গনা।

বিজয়া দশমী তথা দশেরা উপলক্ষে নিজের বাড়িতে শস্ত্র পুজোর আয়োজন করেছিলেন অভিনেত্রী। কয়েকজন সিআরপিএফ জওয়ানও উপস্থিত ছিলেন এদিনের পুজোয়। কঙ্গনার শেয়ার করা ছবিতে দেখা যায়, কয়েকটি রাইফেল জড়ো করে নিষ্ঠাভরে ফুল ছিটিয়ে, তিলক পরিয়ে পুজো করছেন তিনি। পেছনেই দাঁড়িয়ে ছিলেন জওয়ানরা। এদিন হলুদ ও বেগুনী রঙের সালোয়ার কামিজে সেজেছিলেন কঙ্গনা।


অস্ত্র পুজোর ছবি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, ‘বিজয়া দশমী উপলক্ষে আমার বাড়িতে অনুষ্ঠিত শস্ত্র পূজার কিছু ছবি’। জওয়ানদের সঙ্গেও হাসিমুখে লেন্সবন্দি হয়েছেন তিনি। ক‍্যাপশনে লিখেছেন, ‘যারা দেশকে রক্ষা করেন, ঈশ্বর তাদের রক্ষা করুন। ধর্মের দিক দিয়ে আপনি যেই হন, কর্মের দিক দিয়ে আপনি ক্ষত্রিয়। সবাইকে বিজয়া দশমীতে একটাই বার্তা, বিজয়ী ভবো।’


প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে কঙ্গনার রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা চলছিল। নানা মুনির নানা মতের পর সম্প্রতি মুখ খুলেছেন কঙ্গনা নিজেই। তিনি জানিয়েছেন, রাজনীতিতে তাঁর আগ্রহ রয়েছে ঠিকই, কিন্তু এখনি কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরিকল্পনা তাঁর নেই।


একজন শিল্পী হিসাবেই রাজনীতির প্রতি আগ্রহ রয়েছে বলে জানান কঙ্গনা। নিজের ছবির কাজ নিয়ে তিনি খুব ব‍্যস্ত থাকেন। সেই সঙ্গে মাত্র ১৬ বছর বয়সে কেরিয়ার শুরু করার জন‍্য নিজেকে সফল বলেও মনে করেন তিনি। অনেক কাঠখড় পুড়িয়েই এই জায়গায় এসেছেন কঙ্গনা।

সম্পর্কিত খবর

X