বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান সময় যেন কোনোমতেই ভালো যাচ্ছে না তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। একদিকে গরু পাচার মামলায় দীর্ঘদিন ধরে হেফাজতে রয়েছেন অনুব্রত, আবার অপরদিকে এবার ভোট পরবর্তী হিংসা (Post Election Violence) মামলায় তৃণমূল নেতাকে হেফাজতে চেয়ে বসল সিবিআই (CBI)। শুধু তাই নয়, হেফাজতে নেওয়ার আবেদন তুলে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে (Supreme Court) একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। এক্ষেত্রে অনুব্রত এবং তাঁর ঘনিষ্ঠ আত্মীয়-ব্যবসায়ীদের নামে একাধিক সম্পত্তির সন্ধান পায় তদন্তকারী অফিসাররা। একইসঙ্গে অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের নামেও একাধিক কোম্পানি এবং কোটি কোটি টাকার জমির খোঁজ পেয়েছে তারা। ইতিমধ্যে তৃণমূল নেতার বিরুদ্ধে একটি চার্জশিট পর্যন্ত পেশ করা হয়েছে, যেখানে আবার উঠে এসেছে হাওয়ালা যোগের কথা!
প্রসঙ্গত, এই সকল মামলায় যখন অস্বস্তি ক্রমাগত বেড়ে চলেছে অনুব্রত মণ্ডলের, সেই মুহূর্তে দাঁড়িয়ে এবার ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ তুলে আনলো সিবিআই। উল্লেখ্য, বর্তমানে গরু পাচার মামলায় হেফাজতে রয়েছে অনুব্রত। তবে ঢিলে দিতে নারাজ তদন্তকারী অফিসারেরা। ভোট পরবর্তী ক্ষেত্রে হিংসার ঘটনায় গোটা বাংলা জুড়ে আন্দোলনে নামে বিরোধীরা। এবার এই মামলাতেই তৃণমূল নেতাকে হেফাজতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে বসলো সিবিআই।
বলে রাখা ভালো, উক্ত মামলায় সিবিআইয়ের ওপর তদন্তের দায়ভার দেয় কলকাতা হাইকোর্ট। তবে পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জেরার মুখে একাধিক সময় অনুপস্থিত থাকেন অনুব্রত এবং এরপরই হাইকোর্টের তরফ থেকে রক্ষাকবচও পান তিনি অর্থাৎ অনুব্রতকে কোনোভাবেই গ্রেফতার করতে পারবে না তদন্তকারী সংস্থা। আর এবার হাইকোর্টের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল সিবিআই।
তদন্তকারী সংস্থার দাবি, অনুব্রত মণ্ডলকে রক্ষাকবচ দেওয়ার মাধ্যমে তদন্তের গতি আটকে গিয়েছে। তারা তৃণমূল নেতাকে গ্রেফতার করার মাধ্যমে তদন্তের রহস্য সামনে আনতে তৎপর। সূত্রের খবর, আগামী মঙ্গলবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি হতে পারে।