বাংলা হান্ট নিউজ ডেস্ক: এক বছর আগে তারই কোচিংয়ে ছিল ভারতীয় দল। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে তার দল যা পারফরম্যান্স করেছিল সেটাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারতের সবচেয়ে খারাপ পারফরম্যান্স বললেও অত্যুক্তি করা হবে না। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কাছে হেরে গ্রুপ পর্যায়ে থেকেই বিদায় নিতে হয়েছিল ভারতীয় দলকে। তার একবছর পরে এবার সংযুক্ত আরব আমিরশাহির বদলে অস্ট্রেলিয়ার মাটিতে ফের বিশ্বকাপ খেলতে নামতে চলেছে ভারত। রবি শাস্ত্রী মনে করেন যে এবার ভারতীয় দল আরও অনেক বেশি শক্তিশালী।
রবি শাস্ত্রী একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে গত বছর ভারতীয় দলের পারফরম্যান্সের যে অবনতি ঘটেছিল এই বছর সেটা বিশ্বকাপে দেখা যাবে না। মিডল অর্ডারের জমাট গঠন তার একটা বড় কারণ বলে উল্লেখ করেছেন তিনি। চার নম্বরে সূর্যকুমার যাদব, পাঁচ নম্বরে হার্দিক পান্ডিয়া এবং ছয় নম্বরে অভিজ্ঞ দীনেশ কার্তিক ভারতের ব্যাটিং এর গভীরতা অনেকটাই বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন তিনি। বোলিংয়ে বুমরার অভাব ভারতকে ভোগ করতে হবে সেটা তিনি মেনে নিয়েছেন। তবে তিনি জানিয়েছেন ভারতীয় ব্যাটিং লাইনআপ ঠিকঠাক পারফরম্যান্স করতে পারলে ভারতীয় দল এই বিশ্বকাপে অনেক দূর অবধি যাবে।
সেইসঙ্গে ভারতীয় দলকে কোথায় উন্নতি করতে হবে সেটাও জানিয়েছেন তিনি। তার মতে রবীন্দ্র জাদেজার মত ফিল্ডারের অনুপস্থিতিতে ভারতীয় দলের প্রত্যেক ফিল্ডারকে আরও বেশি করে নিজেদের ফিল্ডিংয়ে উজার করে দিতে হবে। তিনি বলেছেন, “ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মত দলগুলি দুরন্ত ফিল্ডিং করে। সাম্প্রতিক অতীতে এশিয়া কাপ জেতা শ্রীলঙ্কা দলও ফিল্ডিংয়ে দুর্দান্ত। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালটা ওরা ফিল্ডিংয়ের জোরেই জিতে নিয়েছিল। ভারতকে চেষ্টা করতে হবে প্রতি ব্যাচে ফিল্ডিংয়ে ১৫-২০ রান বাঁচানোর।”
যদিও ভারত এখনও অবধি অস্ট্রেলিয়ার মাটিতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে তাতে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি। প্রথম ম্যাচে কোনরকমে ১৩ রানের ব্যবধানে জয় পেয়েছিল ভারত। কিন্তু গতকাল দ্বিতীয় ম্যাচে ৩৬ রানের ব্যবধানে হারতে হয়েছে তাদের। দুটি ম্যাচই বিরাট কোহলি মাঠে নামেননি। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচ দুটিতে রোহিত শর্মা নিজেদের বাকি প্রস্তুতি সেরে সম্পূর্ণভাবে সেরা মনোবল নিয়ে মাঠে নামতে চাইবেন বিশ্বকাপে।
সম্প্রতি সৌরভ গাঙ্গুলীকে সরিয়ে বিসিসিআই সভাপতির পদে প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রজার বিনির অধিষ্ঠিত হওয়ার বিষয়ে মন্তব্য করেছেন রবি শাস্ত্রী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রবি শাস্ত্রী বলেছেন, “আমি অত্যন্ত খুশি এই ঘটনায়। রজার বিনি আমার প্রাক্তন জাতীয় দলের সতীর্থ। আগে কর্ণাটক রাজ্য ক্রিকেটের সভাপতির দায়িত্ব সামলে এসেছেন। তাই এই চ্যালেঞ্জটি তার কাছে বিশাল কঠিন কোনও কাজ হতে পারে না। আমার মনে হয় দায়িত্ব নেওয়ার পর ও যখন ওর ইচ্ছার কথা বলবে তখন সবাইকে ওর কথা শুনতে হবে। আমি চাইবো ও খেলাটাকে ফের দর্শকবান্ধব করে তুলুক যাতে লোকে ফের মাঠে আসতে ভরসা পায়।”