বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ সংক্রান্ত দুর্নীতির পাশাপাশি বর্তমানে যে মামলাটির নজর রয়েছে সমগ্র বাংলার, তা হলো গরু পাচার কাণ্ড। তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গ্রেফতারের পর থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই মামলায় আর এবার অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলকে (Sukanya Mondal) দিল্লিতে (Delhi) তলব করে বসল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। আগামী ২৭ শে অক্টোবর অনুব্রত কন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে।
গরু পাচার মামলায় সম্প্রতি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। পরবর্তীতে অনুব্রত এবং তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী ও আত্মীয়দের নামে বিপুল পরিমাণ সম্পত্তির হদিস পেয়েছে তদন্তকারী সংস্থা। শুধু তাই নয়, অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের নামে একাধিক জমি এবং কোম্পানির খোঁজ পাওয়া গিয়েছে, যার পরেই উত্তাল হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি আর এবার এই মামলায় অনুব্রত কন্যাকে দিল্লিতে তলব করলো ইডি।
উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের মেয়ের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে তদন্তকারী সংস্থা। এক্ষেত্রে সুকন্যার নামে অসংখ্য জমি এবং বোলপুরে একাধিক রাইস মিলের সন্ধান পায় তারা। শুধু তাই নয়, বিগত বেশ কয়েক বছরে বিপুল পরিমাণ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে তাঁর। এক্ষেত্রে একজন সাধারণ স্কুল শিক্ষিকা হয়ে কিভাবে বছরের পর বছর সম্পত্তি বৃদ্ধি পেয়ে চলেছে, এ সকল বিষয়ে তদন্ত করতে তৎপর হয়ে উঠেছে ED।
পরিসংখ্যান অনুযায়ী, ২০১২-১৩ আর্থিক বর্ষে সুকন্যার সম্পত্তির পরিমাণ ছিল ৩ লক্ষ ১০ হাজার টাকা, সেখানে পরবর্তী তিন বছরে সেই পরিমাণ গিয়ে দাঁড়ায় ৯ লক্ষ (প্রায়), ১০ লক্ষ এবং ৪৯ লক্ষ ৩২ হাজার টাকা। বিগত আর্থিক বর্ষে যে পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় এক কোটির কাছাকাছি।
একইসঙ্গে সুকন্যা মণ্ডলের সংস্থাকেও সম্প্রতি নোটিশ প্রদান করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আর একই সঙ্গে এবার দিল্লিতে অনুব্রত কন্যাকে তলব করে বসল তারা। তবে ইডির তলব মাঝে শেষপর্যন্ত সুকন্যা মণ্ডল আদৌ দিল্লিতে পৌঁছে যান কিনা, সেটাই দেখার।