কালীপুজোর পর ভয়ানক ষড়যন্ত্র দেখবে বাংলা! বড়সড় ইঙ্গিত দিলেন মদন মিত্র

বাংলাহান্ট ডেস্ক : ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার হুমকি মাঝেমধ্যেই শোনা যায় বঙ্গ বিজেপির নেতৃত্বদের (BJP Leaders) মুখে। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), সাংসদ লকেট চট্টোপাধ্যায় সহ শুভেন্দু অধিকারীর গলায় শোনা যায় একই সুর। তার পালটা জবাবও দেয় তৃণমূল। এবার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra)গলাতেও শোনা গেল ইঙ্গিতপূর্ণ বক্তব্য। ‘কালীপুজোর পরই বাংলা ভয়ানক ষড়যন্ত্র দেখবে’, বলেই দাবি তাঁর।

রবিবার উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় বিটি রোডে বিজয়া সম্মিলনীর আয়োজন করে তৃণমূল। ওই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। এখানেই তিনি বলেন, ‘আমি যেখানে যেখানে যাচ্ছি সেখানে সিপিএমের পক্ষ থেকে পতাকা লাগিয়ে দেওয়া হচ্ছে। পতাকা যদি কম পড়ে তাহলে আমাকে বলবেন আমি পাঠিয়ে দেব। আমি তৃণমূলের বিধায়ক নই। বিজেপি, কংগ্রেস, সিপিএম সকলে জেনে রাখবেন মদন মিত্র শুধু তৃণমূলের বিধায়ক নন। মদন মিত্র বিজেপি, সিপিএম, কংগ্রেসেরও বিধায়ক। শুধু আগাম বলে রাখি কালীপুজোর পরে গভীর ষড়যন্ত্র এগিয়ে আসছে। আমাদের সেই ষড়যন্ত্রের মোকাবিলা একসঙ্গে করতে হবে। মোকাবিলা আমরা করব। লড়ব আমরা।’

গত কয়েকমাস ধরেই নিয়োগ দুর্নীতি, গরু এবং কয়লা পাচার মামলায় তোলপাড় রাজ্য রাজনীতি। কোমর বেঁধে নেমেছে ইডি ও সিবিআই। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মতো রাজ্যের নেতা-মন্ত্রীদের ঠিকানা হয়েছে সংশোধনাগার। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ‘অতি সক্রিয়তার’ বিরুদ্ধে সরব হলেন তৃণমূল বিধায়ক। তিনি বলেন, ‘যে দোষী তাকে ধরুন। তবে নির্দোষ শাস্তি যেন না পায়। যদি নির্দোষকে হেনস্তা করার চেষ্টা করেন তাতে আগুন জ্বলবে। আর যে আগুন জ্বলবে তা যমুনার জল দিয়েও নেভানো যাবে না।’ তবে মদন মিত্রের ইঙ্গিতপূর্ণ মন্তব্য নিয়ে এখন সরগরম বাংলা। কালীপুজোর পরে কোন ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেন মদন মিত্র? তা নিয়েই এখন যত আলোচনা।

মদন মিত্রের দাবিকে সামনে রেখে রাজ্যের শাসকদলকে আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘উনি জ্যোতিষচর্চা করছেন বোধহয়। কীসের ষড়যন্ত্র? ওদের পার্টির মধ্যেই এতরকম ষড়যন্ত্র হচ্ছে পরস্পরের বিরুদ্ধে, আর বাইরের ষড়যন্ত্র দরকার নেই।’ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার অবশ্য তৃণমূল বিধায়কের কথায় আমল দিতেই চান না। তিনি বলেন, ‘মদনদার বিভিন্ন কথার উত্তর দেওয়া খুব কঠিন। উনি কখন বলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ। রাত আটটার পর মদন মিত্র বললে আমরা গ্রাহ্য করি না।’


Sudipto

সম্পর্কিত খবর