সরকারিভাবে শেষ হল সৌরভ যুগ, BCCI সভাপতির দায়িত্ব নিলেন ১৯৮৩ বিশ্বকাপের নায়ক রজার বিনি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেটে অফিশিয়ালি সৌরভ জমানা শেষ। আজ থেকে আরম্ভ হচ্ছে রজার বিনি যুগ। ১৯৮৩ বিশ্বকাপের বিজয়ী দল ভারতের গুরুত্বপূর্ণ অংশ এবং সেই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বর্তমানে বিসিসিআইয়ের ৩৬ তম সভাপতিতে পরিণত হয়েছেন। বিভিন্ন মহল থেকে নতুন ভারতীয় বোর্ড সভাপতিকে শুভেচ্ছায় ভরিয়ে দেওয়া হয়েছে।

roger binny

বিসিসিআইয়ের বাকি পদগুলির ক্ষেত্রে কোন নতুন করে চমক দেখা যায়নি। সেকরেটারি পদে বহাল রয়েছেন অমিত শাহ পুত্র জয় শাহ। সহ সভাপতির পদে রয়েছেন রাজীব শুক্লা। যুগ্ম সচিবের পদে রয়েছেন দেবজিত সাইকিয়া। বলাই বাহুল্য এই পদগুলিতে পরিবর্তন ঘটবে না তা আগে থেকেই জানা ছিল।

শুধুমাত্র ট্রেজারারের পদ নতুন অলংকৃত করেছেন আশিস সেলার। এতদিন এই দায়িত্বে থাকা অরুন ধুমল এবার আইপিএলের চেয়ারম্যান হতে চলেছেন। কারণ এতদিনকার আইপিএল চেয়ারম্যান বৃজেশ প্যাটেল আগামী মাসে ৭০ বছর বয়স্ক হয়ে যাচ্ছেন।

সৌরভের পরে ভারতীয় ক্রিকেটের মসনদে বসা রজার বিনি এখন ৬৭ বছর বয়সী। দেশের জার্সিতে তিনি ২৭টি টেস্ট খেলে ৪৭টি উইকেট নিয়েছেন। ১৯৮৩ বিশ্বকাপে তিনি আটটি ম্যাচ খেলে নিয়েছিলেন ১৮ টি উইকেট। শুধু ভারতীয় দলের না, ওই বিশ্বকাপে সমস্ত দলের মধ্যেই সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন তিনি।

রজার বিনির পুরো নাম হলো রজার মিচেল হামফ্রে বিনি। তিনি ভারতীয় জাতীয় দলের প্রথম অ্যাংলো ইন্ডিয়ান ক্রিকেটার। ১৯৫৫ সালের ১৯শে জুলাই জন্মগ্রহণ করা বিনি ঘরোয়া ক্রিকেটের কর্নাটকের হয়ে মাঠে নেমেছিলেন। টেস্টের পাশাপাশি তিনি ৭২টি ওডিআই ম্যাচ খেলে ৭৭টি উইকেটও নিয়েছেন। এরপর তিনি ২০০০ সালে যুবরাজ সিং, মহম্মদ কাইফ সমৃদ্ধ অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলকে কোচিং করিয়ে বিশ্বকাপ জিতেছেন। তারপরে বেশ কিছুকাল বাংলা রঞ্জি দলের কোচিংয়ের দায়িত্ব সামলেছেন।

Reetabrata Deb

সম্পর্কিত খবর