দীপাবলির প্রদীপ নেভাতে তেড়ে আসছে সিত্রাং! শক্তপোক্ত হতে হবে মন্ডপ, দুর্যোগ মোকাবিলায় নির্দেশ নবান্নর

বাংলাহান্ট ডেস্ক : আশংকাই সত্যি হল! আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে আগামী সপ্তাহেই ভারতের পূর্ব উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়। এই পরিস্থিতির মোকাবিলা করতে দক্ষিণবঙ্গের জেলাশাসকদের বিশেষ নির্দেশ দিয়েছে নবান্ন।

কালীপুজোর সময়ই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়। এই আবহে কালীপুজোর প্যান্ডেলগুলির পরিকাঠামো শক্ত পোক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, এই বিষয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ কিছু নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে। প্রতিটি জেলার জেলাশাসকদের নিজেদের দায়িত্বে কড়া নজরদারি করতে বলা হয়েছে এই সমস্ত ক্ষেত্রে।

তৈরি রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এসডিআরএফ দফতরের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলতে বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাশাসকদের। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিকে জেলাকেও বিশেষভাবে সতর্ক করেছে নবান্ন। পাশাপশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিকেও সব রকমের আপৎকালীন ব্যবস্থা প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। আগামী ৪৮ ঘণ্টায় এটা উত্তর-পশ্চিম দিকে এগোবে এবং এটিই নিম্নচাপে রূপান্তরিত হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর। মৌসম ভবন জানিয়েছে, ২২ তারিখ সকাল পর্যন্ত এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ২৪ অক্টোবর সন্ধ্যার আগেই নাগাদ এটি পরিণত হবে ঘূর্ণিঝড়ে। ঝড়ের দাপটে ভাসতে পারে কালীপুজোও।

তবে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ কোন দিকে হবে এটা এখনও পর্যন্ত সঠিক করে কিছু বলা যাচ্ছে না। ঘূর্ণিঝড়ের গতি কত হতে পারে বা স্থলভাগে তার প্রভাব কেমন পড়বে তাও এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে আগে থেকেই সতর্ক নবান্ন। উৎসবের মরশুমে বিপর্যয় মোকাবিলায় তৈরি রয়েছে প্রশাসন।

Sudipto

সম্পর্কিত খবর