বাবার যোগ‍্য ছেলে, ‘চোখ তুলে দেখো না’র তালে প্রসেনজিতের নকল করে নাচলেন তৃষাণজিৎ! মুহূর্তে ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: অভিনয়ে এখনো পা রাখেননি। বাবা প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়ের (Prosenjit Chatterjee) পরিচয়েই পরিচয় তাঁর। কিন্তু তৃষাণজিৎ চট্টোপাধ‍্যায় (Trishanjit Chatterjee) যে দ্রুত নিজস্ব ফ‍্যানবেস তৈরি করছেন তা স্পষ্ট বোঝা যাচ্ছে সোশ‍্যাল মিডিয়া পোস্টগুলি থেকেই। বাবা টলিউডের ‘ইন্ডাস্ট্রি’। ছেলেও এখন থেকেই ট্রেনিং নিচ্ছেন ভবিষ‍্যতের নায়ক হয়ে ওঠার।

তৃষাণজিৎকে দেখে অনেকেই বলেন, বাবার মুখের সঙ্গে তাঁর মুখের আদল রয়েছে। উচ্চতায় অবশ‍্য ইতিমধ‍্যেই বাবাকে ছাপিয়ে গিয়েছেন তিনি। তবে প্রসেনজিৎকেই যে তিনি আদর্শ মানেন তার প্রমাণ মিলল সাম্প্রতিক এক ভিডিওতে। বাবার আসন্ন ছবির গান ‘চোখ তুলে দেখো না’র তালে বাবার স্টেপ মিলিয়েই নেচেছেন তৃষাণজিৎ।

Prosenjit trishanjit
আগামী মাসেই মুক্তি পাবে ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির টাইটেল ট্র‍্যাক। প্রসেনজিৎ ঋতুপর্ণার সুপারহিট ছবির ততোধিক সুপারহিট গান ‘চোখ তুলে দেখো না কে এসেছে’কে নতুন রূপে প্রকাশ করা হয়েছে এই ছবিতে। গান লঞ্চও করা হয়েছে অভিনব পদ্ধতিতে।

এসপ্ল‍্যানেড মেট্রো স্টেশনে ছবির গোটা টিমকে নিয়ে নেচে গানের টাইটেল ট্র‍্যাকটি প্রকাশ করেছিলেন প্রসেনজিৎ। সম্প্রতি একটি ইনস্টাগ্রাম রিলেও ছবির নায়িকা ইপ্সিতা মুখোপাধ‍্যায়কে নিয়ে নেচেছেন প্রসেনজিৎ। সঙ্গে ঘোষনা করেছেন এক দারুন সুযোগেরও। এই ভিডিওর দেখাদেখি রিল ভিডিও বানালে প্রসেনজিতের সঙ্গে দেখা করার সুযোগ পাওয়া যেতে পারে। এরপরেই একটি ভিডিও শেয়ার করেছেন তৃষাণজিৎ।

https://www.instagram.com/reel/CkF8AilggEk/?igshid=YmMyMTA2M2Y=

 

তিনজন বন্ধু বান্ধবীকে নিয়ে হুবহু বাবার মতো করেই নেচে ভিডিও বানিয়েছেন তিনি। ছেলের কাণ্ড দেখে আপ্লুত প্রসেনজিৎ। সোশ‍্যাল মিডিয়ায় তৃষাণজিতের বানানো রিল ভিডিওটি শেয়ার করে ভালবাসা পাঠিয়েছেন তিনি। কমেন্ট করেছেন শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়, অঙ্কুশ হাজরা, দিতিপ্রিয়া রায়রা।

নেটিজেনরাও প্রশংসায় ভরিয়েছেন প্রসেনজিৎ পুত্রকে। বাবার যোগ‍্য ছেলে বলে মন্তব‍্য করেছেন অনেকে। উল্লেখ‍্য, তৃণষাণজিৎ এই মুহূর্তে রয়েছেন ইউরোপে। সেখানেই পড়াশোনা করছেন তিনি। তবে ছুটিছাটা পেলেই বাবা মায়ের কাছে চলে আসেন তৃষাণজিৎ। এ বছর পুজোটাও কলকাতাতেই কাটিয়েছেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর