ফিক্সড ডিপোজিটে মিলবে সর্বোচ্চ ৮% সুদ! দীপাবলিতে গ্রাহকদের দারুণ অফার এই ব্যাঙ্কের

বাংলা হান্ট ডেস্ক : সারা বিশ্বের মতই ভারতবর্ষে চলছে অর্থনৈতিক অস্থিরতা। এমন অবস্থায় ক্রমশ পড়ছে টাকার দাম। পাশাপাশি রেপো রেট বৃদ্ধি পাওয়ায় কোপ পড়ছে ব্যাংকের আয়ে। ফলে বর্তমান পরিস্থিতিতে বেশ কিছু ব্যাংক বিগত কয়েক মাস ধরে ফিক্সড ডিপোজিট এর উপর সুদের হার কমিয়েছে। এর ফলে সাধারণ মানুষ আরো বেশি অসুবিধার সম্মুখীন হয়েছেন।

কিন্তু ভারতের অন্যতম পুরনো বেসরকারি ব্যাংক ফেডারেল ব্যাংক সম্প্রতি তাদের নতুন ফিক্সড ডিপোজিট রেট ঘোষণা করেছে। দেশের বৃহত্তম বেসরকারি ফেডারেল ব্যাঙ্ক 2 কোটি টাকার কমে এই সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন হারগুলি 23 অক্টোবর 2022 এর আগে কার্যকর করা হয়েছে। তাতে তারা সর্বোচ্চ 8% পর্যন্ত সুদ দিচ্ছে। আসুন দেখে নেওয়া যাক ফেডারেল ব্যাংক তাদের নতুন সুদের হার কি রেখেছে :

7 দিন থেকে 29 দিন : 3.00%
30 দিন থেকে 45 দিন : 3.25%
46 দিন থেকে 60 দিন : 3.75%
61 দিন থেকে 90 দিন : 4.00%
91 দিন থেকে 119 দিন : 4.10%
120 দিন থেকে 180 দিন : 4.25%
181 দিন থেকে 332 দিন : 4.80%
333 দিন : 5.60%
334 দিন থেকে 1 বছরের কম : 4.80%
1 বছর থেকে 20 মাসের কম : 5.60%
20 মাস : 6.10%
20 মাস থেকে 699 দিনের উপরে : 5.60%
700 দিন : 7.50%
701 দিন থেকে 749 ​​দিন : 5.75%
750 দিন : 6.50%
751 দিন থেকে 3 বছরের কম : 5.75%
3 বছর থেকে 5 বছরের কম : 6.00%
5 বছর থেকে 2221 দিন : 6.00%
2222 দিন : 6.20%
2223 দিন এবং তার বেশি: 6.00%

Bank

প্রবীণ নাগরিকরা ফিক্সড ডিপোজিট এর উপরে উল্লেখিত সুদের হার থেকে .50% সুদ বেশি পাবেন। এই প্রসঙ্গে বলে রাখা দরকার, আপনি অনলাইনে ঘরে বসে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও এখন ফেডারেল ব্যাঙ্কের সাথে তার ফেডমোবাইল অ্যাপের মাধ্যমে নেটব্যাঙ্কিং করতে পারেন। ফলে দীপাবলিতে যে দুর্দান্ত রিটার্নের আশ্বাস দিচ্ছে এই ব্যাঙ্ক একথা বলাই বাহুল্য।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর