বাংলাহান্ট ডেস্ক: এ বছরের দিওয়ালিটা নিঃসন্দেহে সমগ্র ভারতীয়দের কাছে অত্যন্ত স্পেশ্যাল। প্রথমে বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় আর তারপর ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে ঋষি সুনকের (Rishi Sunak) নির্বাচন। পরপর সুখবর পেয়ে আপ্লুত দেশবাসী। উচ্ছ্বসিত অভিনেতা অমিতাভ বচ্চনও (Amitabh Bachchan)।
ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েছেন ঋষি সুনক। প্রথমে নির্বাচনে লিজ ট্রাসের কাছে হেরে গেলেও প্রধানমন্ত্রীর পদ থেকে লিজ সরে আসার পর ঋষিকেই নির্বাচিত করেছে ব্রিটেনের মানুষ। দিওয়ালির রাতে সুখবর পেয়ে খুশির ঢল এদেশেও।
সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিগ বি। নিজের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘জয় ভারত! অবশেষে মাতৃভূমি থেকে নতুন ভাইসরয় হিসাবে প্রধানমন্ত্রী পেল ব্রিটিশ যুক্তরাষ্ট্র।’ মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে অমিতাভের এই পোস্ট।
উল্লেখ্য, ঋষি সুনক ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীও বটে। এর আগে ব্রিটেনের অর্থমন্ত্রী থেকেছেন ঋষি। এবার তাঁর কাঁধেই ব্রিটেনের অর্থব্যবস্থা স্বাভাবিক করার দায়িত্ব।
প্রসঙ্গত, অতি সম্প্রতি অমিতাভ জানিয়েছিলেন শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন তিনি। বাঁ পায়ের শিরা কেটে গিয়েছে অমিতাভের। নিজের ব্লগে এই খবর ভাগ করেছেন বিগ বি নিজেই। তিনি জানিয়েছেন, শুটিংয়ের সময়ে একটি ধাতব বস্তুর আঘাতে পায়ের শিরা কেটে যায় তাঁর।
https://www.instagram.com/p/CkHPWUlhvPY/?igshid=YmMyMTA2M2Y=
সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে বেরোয় রক্ত। অমিতাভ লিখেছেন, ওই পরিস্থিতিতেও স্নায়ু শক্ত রেখে চিকিৎসককে ডাকেন তিনি। অভিনেতাকে নিয়ে সবাই ছোটেন হাসপাতালে। তারপর অপারেশন থিয়েটারে সেলাই পড়েছে ক্ষতের উপরে। কোনো রকমে রক্তপাত বন্ধ করা গিয়েছে। চিকিৎসকরা আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন বিগ বিকে। উঠে দাঁড়ানো, হাঁটচলা সম্পূর্ণ বন্ধ। এমনকি ট্রেডমিলেও যাতে তিনি না হাঁটেন সেটাও স্পষ্ট করে দিয়েছেন চিকিৎসকরা।