বাংলা হান্ট ডেস্কঃ বিগত বেশ কয়েকদিন ধরেই জলের জন্য তীব্র সঙ্কটের সৃষ্টি হয়েছে উত্তর কলকাতার (North Kolkata) জোড়াবাগান (Jorabagan) এলাকায়। এর মাঝেই গত তিনদিন ধরে জল সরবরাহ সময়মতো না হওয়ায় ক্ষোভ বেড়ে চলে এলাকার বাসিন্দাদের আর সেই ক্ষোভ এদিন অবরোধের রূপ নেওয়ায় শোরগোল ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অবশেষে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বিধায়ক শশী পাঁজাকে (Shashi Panja) এসে পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে হয়।
উত্তর কলকাতার জোড়াবাগান এলাকায় বিগত কয়েকদিন ধরেই জল সরবরাহ সময়মতো না হওয়ার অভিযোগ তুলছিলেন স্থানীয় বাসিন্দারা। ধীরে ধীরে ক্ষোভ বাড়তে বাড়তে ছটপুজোর উৎসবের দিনেও জল সরবরাহ ঠিক না হওয়ায় অবশেষে সহ্যের বাঁধ ভাঙে এলাকাবাসীদের। পরবর্তীতে সকাল হতে অবরোধে নামেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের ২১ থেকে ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত বেশ কয়েকদিন ধরেই এলাকায় পানীয় জল এবং গঙ্গার জলের সরবরাহ একপ্রকার বন্ধ। বিশ্বকর্মা পুজোর পর থেকে জল নিয়ে তীব্র সঙ্কটের সৃষ্টি হয়। পরবর্তীতে সমস্যার সমাধান হওয়া তো দূরের কথা, বরং এদিন ছটপুজোর দিনেও বন্ধ থাকে জল সরবরাহ।
অবশেষে এদিন স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ মেটাতে ঘটনাস্থলে পৌঁছে যান তৃণমূল কংগ্রেস বিধায়ক শশী পাঁজা এবং তৃণমূল কাউন্সিলর মীরা হাজরা। এক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন রাজ্যের মন্ত্রী। ইতিমধ্যে অবস্থান বিক্ষোভ উঠে গিয়েছে বলে খবর।
গোটা ঘটনা প্রসঙ্গে মীরা হাজরা বলেন, “তিন দিন ধরে জল সরবরাহ ঠিক মতো হচ্ছে না, এই অভিযোগ ভিত্তিহীন। জলের গতি কম হলেও দু’ঘণ্টা করে জল পাচ্ছেন এলাকাবাসীরা। এক্ষেত্রে গঙ্গায় প্রতিমা বিসর্জন হওয়ার পর থেকে কাঠামো ভেসে উঠেছে। সমস্যার সমাধান করার চেষ্টা করা হয়ে চলেছে। ওয়ার্ডে জলের গাড়ি পর্যন্ত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কোন রকম অসুবিধার মুখোমুখি হবেন না এলাকাবাসীরা।”