বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরে টেক সংস্থাগুলির শেয়ার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের মোট সম্পদেও। ইতিমধ্যেই ইলন মাস্ক, জেফ বেজোস এবং মার্ক জুকেরবার্গ সহ বিশ্বের শীর্ষ ২০ জন টেক বিলিয়নেয়ারদের মোট সম্পত্তি ৪৮০ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টেসলা, স্পেসএক্স এবং টুইটারের মালিক ইলন মাস্কের মোট সম্পদ চলতি বছরে ৬৬.৪ বিলিয়ন ডলার কমেছে। পাশাপাশি, ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স (The Bloomberg Billionaires Index) অনুসারে জানা গিয়েছে যে, শুধুমাত্র গত শুক্রবারই মাস্কের মোট সম্পদ ৭.৮১ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার মাস্ক মাইক্রোব্লগিং সাইট টুইটার (Twitter) কেনার জন্য একটি চুক্তি সম্পন্ন করেছিলেন।
এদিকে, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মোট সম্পদও শুক্রবার ৭.৩৭ বিলিয়ন ডলার কমেছে। শুধু তাই নয়, বিগত তিন দিনে তাঁর মোট সম্পদের পরিমান প্রায় ১৬ বিলিয়ন ডলার কমেছে। পাশাপাশি, সামগ্রিকভাবে চলতি বছর তাঁর সম্পদ ৬৫.৭ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। এমতাবস্থায়, ১২৭ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে আপাতত বিশ্বের ধনীদের তালিকায় তিন নম্বরে রয়েছেন বেজোস। উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার অ্যামাজনের শেয়ার প্রায় আট শতাংশ কমেছে।
জুকেরবার্গ তাঁর বেশিরভাগ সম্পদ হারিয়েছেন: জানিয়ে রাখি যে, ফেসবুকের মূল কোম্পানি মেটার শেয়ার বৃহস্পতিবার ২৫ শতাংশ হারে কমেছে। এমনকি, ২০১৬-র ডিসেম্বরের পর এই পরিসংখ্যান সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে যায়। চলতি বছর কোম্পানির সিইও মার্ক জুকেরবার্গের সম্পদের পরিমান ৮৭.৩ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। শুধু তাই নয়, আপাতত তিনি ধনীদের তালিকায় ২৮ নম্বর স্থানে নেমে এসেছেন। অথচ, একটা সময়ে ওই তালিকায় তিন নম্বরে ছিলেন তিনি। এদিকে, ২০২০ সালের আগস্ট মাসে তাঁর মোট সম্পদ ১০২ বিলিয়ন ডলার ছিল। মূলত, সম্পদ হ্রাসের পরিসংখ্যান অনুযায়ী প্রথম স্থানে রয়েছেন জুকেরবার্গ।
পাশাপাশি, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের মোট সম্পদ চলতি বছরে ২৭.৩ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। একইভাবে, গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন-এর মোট সম্পদ চলতি বছরে ৪০ বিলিয়ন ডলার কমেছে। এদিকে, চিনের ই-কমার্স কোম্পানি আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা তাঁর মোট সম্পদ অনেকটাই হারিয়েছেন। অপাতত, তিনি ৩০ বিলিয়ন ডলারেরও কম সম্পদের অধিকারী হয়েছেন।
কোথায় দাঁড়িয়ে আদানি-আম্বানি: ভারত ও এশিয়ার শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানি আবারও বিশ্বের ধনীদের তালিকায় বেজোসকে হারিয়ে দিতে পারেন। জানিয়ে রাখি যে, চলতি বছর আদানির মোট সম্পদ ৪৮ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায়, ১২৫ বিলিয়ন ডলারের মোট সম্পদ নিয়ে শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন আদানি। বর্তমানে বেজোসের মোট সম্পদ তাঁর থেকে দুই বিলিয়ন ডলার বেশি। উল্লেখ্য যে, আদানি একবার এই তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছে গেলেও সম্প্রতি তাঁর সম্পদের পরিমান হ্রাস পায়। এদিকে, দেশের সবচেয়ে মূল্যবান কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ৮৬.৭ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী হয়ে এই তালিকায় নবম স্থানে রয়েছেন।