ব্লুটিক টিকিয়ে রাখতে এবার মাসে দিতে হবে ২০ ডলার! টুইটার কিনেই নিয়ম আনছে ইলন মাস্ক

বাংলাহান্ট ডেস্ক : ইলন মাস্ক (Elone Musk) টুইটার (Twitter) অধিগ্রহণের পরই বড় ঘোষণা। পুরোপুরি ভোল বদলাতে চলেছে এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই মাইক্রো ব্লগিং সাইটে ভেরিফিকেশন ও মোডিফিকেশন পদ্ধতিতে সম্পূর্ণ রকম বদলের পথে হাঁটল কর্তৃপক্ষ। বেশ কিছু নতুন নিয়ম চালু হতে চলেছে টুইটারে। টুইটারে এবার থেকে ‘ব্লু টিক’তকমা পেতে হলে বা বজায় রাখতে হলে খরচ করতে হবে নিজের পকেট থেকে। ২০ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রতি মাসে ১৬০০ টাকা। এই পরিমাণ অর্থ খরচ করে সাবস্ক্রাইব করতে হবে ব্যবহারকারীকে।

জানা যাচ্ছে, এবার থেকে সীমিত হতে চলেছে টুইটারে ব্লুটিক ব্যবহারকারীর সংখ্যা। তবে ব্লুটিক ব্যবহারকারীদের বেশ কিছু সুবিধা দেবে টুইটার। আগে পোস্ট এডিট বা আনডু করা যেত না। এবার থেকে ব্লুটিক ব্যবহারকারীদের জন্য সেই সুবিধা থাকছে। এই নীল টিকটি পেতে ব্যবহারকারীকে খরচ করতে হবে মাসে ১৯.৯৯ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১৬০০ টাকা। তবে যারা ইতিমধ্যেই ব্লুটিক পেয়েছেন তাঁদের ৯০ দিনের মধ্যে সাবসক্রাইব করতে হবে বলে জানা যাচ্ছে।

ইলন মাস্ক নিজেই টুইটারের এই নিয়ম বদলের কথা টুইট করে জানান। তিনি লেখেন, ‘পুরো যাচাইকরণ প্রক্রিয়াটি এখনই সংশোধন করা হচ্ছে।’ সূত্রের খবর টুইটার সংস্থা  বর্তমানে নতুন টুইটার ব্লু সাবস্ক্রিপশনের জন্য ২০ ডলার চার্জ করার পরিকল্পনা করছে। বর্তমান প্ল্যানের অধীনে, যাচাইকৃত ব্যবহারকারীদের সাবস্ক্রাইব করতে বা তাদের নীল চেকমার্ক হারাতে হাতে ৯০ দিন সময় থাকবে।

২০২২ সালের ৩১ জানুয়ারি টুইটার অধিগ্রহণের পরিকল্পনায় প্রথম পা ফেলেছিলেন মাস্ক। সেই মাস থেকে টুইটারের শেয়ার কেনা শুরু করেন। মার্চের মধ্যে মাস্কের হাতে আসে ‘মাইক্রোব্লগিং সাইট’টির ৫ শতাংশ শেয়ার। তার পর এপ্রিলে মাস্ক ঘোষণা করেন, ৪ হাজার ৪০০ কোটি ডলার খরচ করে টুইটার কিনতে চান তিনি। ২৭ অক্টোবর, বৃহস্পতিবার রাত সওয়া ১২টায় ইলনের টুইটার হ্যান্ডলে ভেসে উঠেছিল বেসিন (সিঙ্ক) হাতে তাঁর একটি ভিডিয়ো। টুইটারের সদর দফতরে তা রাখার জায়গা খুঁজছেন ধনকুবের মাস্ক। সঙ্গে তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘টুইটারের সদর দফতরে ঢুকছি— লেট দ্যাট সিঙ্ক ইন!’ যেন তখনও বিশ্বাস হচ্ছে না, চুক্তি সফল! টুইটার তাঁর।

Sudipto

সম্পর্কিত খবর