বাংলাহান্ট ডেস্ক : কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় ভগৎ সিংয়ের ফাঁসির ঘটনার অনুকরণে মহড়ার সময়েই ঘটল বিপত্তি। মৃত্যু হল 12 বছর বয়সী একটি ছেলের। গত শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বলেই জানা গিয়েছে। জানা গিয়েছে, আগামী 1 নভেম্বর, 2022-এ, কন্নড় রাজজ্যোৎসব উপলক্ষে শিশুর স্কুলে একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এই অনুষ্ঠানে মৃত শিশুটি ভগৎ সিং হওয়ার কথা ছিল।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মৃত শিশুর নাম সঞ্জয় গৌড়া। সে সপ্তম শ্রেণীতে পড়ে। শনিবার, সে তার বাড়িতে ভগৎ সিংয়ের ফাঁসির অনুকরণে মহড়া করছিল। রিহার্সালের সময় শিশুটি ফাঁসিতে ঝুলতে যাওয়ার পর তার গলায় ফাঁস আটকে যায় এবং সে মারা যায়। বলা হচ্ছে, ঘটনার সময় বাড়িতে একাই ছিল সঞ্জয় গৌড়া। তার বাবা-মা নাগরাজ এবং ভাগ্যলক্ষ্মী তাদের হোটেলে গিয়েছিলেন।
বাদাভানে থানার উপ-পরিদর্শক কেআরগীতাম্মা জানিয়েছেন যে, শিশুটির মা রাত 9 টার দিকে হোটেল থেকে ফিরে আসার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। দরজায় টোকা দিলেও ভেতর থেকে কেউ আসেনি। তার প্রতিবেশীরা জানালা দিয়ে ভেতরে তাকালে ছেলেটিকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ছেলেটির মা সঙ্গে সঙ্গে তার স্বামী নাগরাজকে ডাকলে তিনি মাস্টার চাবি দিয়ে দরজা খুলে দেন।
এরপর তারা সঞ্জয়কে কাছের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, রিহার্সালের জন্য ছেলেটি তার ঘরে ফ্যান থেকে ফাঁস দিয়েছিল। রিহার্সালের সময়, তিনি হুডি দিয়ে মাথা ঢেকে বিছানা থেকে লাফিয়ে পড়েন, কয়েক মিনিট পরই তার মৃত্যু ঘটে। ছোট্ট ছেলের মৃত্যুতে বিমর্ষ হয়ে পড়েন স্কুলের সহপাঠী থেকে শুরু করে শিক্ষকেরাও।
লক্ষণীয় যে 2021 সালের জুলাইয়ে, উত্তর প্রদেশের বুদাউন জেলা থেকে অনুরূপ একটি ঘটনা প্রকাশিত হয়েছিল, যেখানে ভগৎ সিংয়ের ফাঁসির একই দৃশ্যের রিহার্সাল করার সময় 10 বছর বয়সী শিবম ভুলবশত নিজেকে ফাঁসি দিয়েছিলেন। বলা হয়েছিল যে শিশুটি 15 আগস্টের দেশাত্মবোধক অনুষ্ঠানের জন্য মহড়া দিচ্ছিল, কিন্তু দুর্ঘটনাক্রমে তার টুল পিছলে যায়, যার ফলে তার মৃত্যু হয়।