বাংলাহান্ট ডেস্ক: প্রাক্তন বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) বিরুদ্ধে উঠল বিষ্ফোরক অভিযোগ। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় নাকি পরিকল্পনা করে জেতানো হয়েছিল ভারতকে। এক চোখামি করা হয়েছিল প্রিয়াঙ্কার সঙ্গে। ২২ বছর পর অভিনেত্রীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনলেন প্রাক্তন মিস বারবাডোস লেইলানি (Leilani)।
২০০০ সালে বিশ্বসুন্দরীর প্রতিযোগিতায় তিনিও নিজের দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। কিন্তু জিততে পারেননি। এখন ইউটিউবার হিসাবে কাজ করছেন লেইলানি। সেখানেই সম্প্রতি এক ভিডিওতে বিশ্বসুন্দরীর প্রতিযোগিতার প্রসঙ্গ তোলেন তিনি। সাম্প্রতিক মিস ইউএসএ ২০২২ এর বিতর্ক নিয়ে বলতে গিয়ে তিনি মন্তব্য করেন ২০০০ সালেও তাঁর সঙ্গে অবিচার করা হয়েছিল।
ভিডিওতে লেইলানি অভিযোগ করেন, শোতে কারচুপি করা হয়েছিল প্রিয়াঙ্কাকে জেতানোর জন্য। নিজের অভিযোগের সপক্ষে যুক্তি হিসাবে তিনি বলেন, ১৯৯৯ সালেও ভারত থেকেই বিশ্বসুন্দরী নির্বাচিত হয়েছিল। উপরন্তু সে সময়ে ভারতীয় চ্যানের জি টিভি শোয়ের অন্যতম স্পনসর ছিল।
তিনি আরো অভিযোগ করেন, শোতে প্রিয়াঙ্কা অন্যদের তুলনায় বেশি খাতিরদারি পাচ্ছিলেন। তাঁর ঘরে খাবার পৌঁছে দেওয়া হত। আলাদা করে সংবাদ পত্রের জন্য ফটোশুট করতেন প্রিয়াঙ্কা। পাশাপাশি লেইলানি আরো বিষ্ফোরক দাবি করেন, নিজের স্কিন টোন ঠিক করার জন্য নাকি এক বিশেষ ধরণের ক্রিম ব্যবহার করছিলেন প্রিয়াঙ্কা।
কিন্তু ক্রিমটা ঠিকমতো কাজ করেনি। তাই সুইমস্যুট প্রতিযোগিতার সময়ে নিজের ‘সারং’ সরাতে চাইছিলেন না তিনি। তবুও তাঁকে কিছুই বলা হয়নি। এখানেই থামেননি লেইলানি। রীতিমতো কটাক্ষ করে তিনি বলেন, প্রিয়াঙ্কাকে সামনাসামনি দেখে তিনি বুঝে গিয়েছেন যে তিনি আদতে কুৎসিত, পছন্দ হওয়ার মতোই নন।
বলা বাহুল্য, লেইলানির ভিডিও এবং তার বিতর্কিত মন্তব্য ভারতীয়দের রীতিমতো ক্ষুব্ধ করে তুলেছে। অনেকে কটাক্ষ করেছেন, বিশ্বসুন্দরী হওয়ার পর প্রিয়াঙ্কা অভিনয়ে সফল কেরিয়ার গড়েছেন। আর লেইলানি ইউটিউবেই আটকে রয়েছেন। এর থেকেই বোঝা যায় কে কতটা যোগ্য।