ধর্ষণের অভিযোগ জানাতে TMC কাউন্সিলরের দুয়ারে গিয়ে গণধর্ষিতা তরুণী! চাঞ্চল্য খড়গপুরে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ প্রথমে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে সহবাস প্রেমিকার সঙ্গে এবং পরবর্তীতে সেই প্রতিশ্রুতি থেকে বেঁকে বসে যুবক। অবশেষে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের (Rape) প্রসঙ্গ তুলে অভিযোগ জানাতে অগ্রসর হয় তরুণী। কিন্তু সেখানেও যে তার সঙ্গে ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে, তা ঘুণাক্ষরেও টের পায়নি সে। অভিযোগ জানাতে গেলে তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলর এবং তার ঘনিষ্ঠরা উল্টে ওই তরুণীকেই গণধর্ষণ করে বলে বর্তমানে অভিযোগ উঠে আসছে খড়গপুর (Kharagpur) এলাকা থেকে। এই ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র।

ঘটনার কেন্দ্রস্থল খড়গপুরের বড়আয়মা এলাকা। এলাকার বাসিন্দা এক তরুণী দুই সন্তানকে নিয়ে তার বাপের বাড়িতে থাকতো বলে জানা গিয়েছে। সম্প্রতি, শৈলেশ কুমার নামে এক যুবকের প্রেমে পড়ে সে এবং পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত তরুণীকে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ।

সূত্রের খবর, পরবর্তীতে প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ জানাতে খড়গপুরের ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মুকেশ হুমনের নিকট দ্বারস্থ হন নির্যাতিতা। অভিযোগ, এরপর একদিন ওই তরুণীকে ডেকে পাঠায় তৃণমূল কাউন্সিলর এবং পরবর্তীতে মুকেশ, অভিযুক্ত শৈলেশ এবং আরও দুইজন মিলে গণধর্ষণ করে নির্যাতিতাকে।

শুধু তাই নয়, পরবর্তীতে তাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়। তবে হুমকি পাওয়ার সত্ত্বেও দমে থাকেনি ওই মহিলা এবং পরবর্তীতে পুলিশে অভিযোগ দায়ের করে সে। যদিও এর এক মাসের মধ্যেই নিজের ক্ষমতাবলে তৃণমূল কাউন্সিলর ছাড়িয়ে নেয় শৈলেশকে। তবে ইতিমধ্যে পুলিশ সুপারের নিকট উপস্থিত হয়েছে নির্যাতিতা এবং সকল ঘটনা খুলে সে খুলে জানিয়েছে বলে খবর।

এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। অভিযুক্তরা যাতে কঠোর শাস্তি পায়, সে বিষয়ে দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসীরা। উল্লেখ্য, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর অতীতে বিজেপির টিকিটের লড়ে নির্বাচনে জয়লাভ করে। অবশ্য পরবর্তীতে দলত্যাগ করে তৃণমূলে যোগদান করে সে। এই ঘটনায় অবশ্য এখনো পর্যন্ত তার কোন প্রতিক্রিয়া মেলেনি।

সম্পর্কিত খবর

X