ম্যাক্সওয়েলের পাল্টা রশিদ! কোনওক্রমে জয় পেয়ে সেমির দৌড়ে টিকে রইলো অস্ট্রেলিয়া

বাংলা হান্ট নিউজ ডেস্ক: রশিদ ঝড় সামলে কোনওক্রমে ম্যাচ জিতে সেমিফাইনালের দৌড়ে টিকে রইলো অস্ট্রেলিয়া। মরিয়া লড়াই করেও মাত্র ৪ রানের ব্যবধানে হার মানতে হলো আফগানিস্তানকে। ফলে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে একটিও ম্যাচ না জিতে বিশ্বকাপ অভিযান শেষ করলেন মহম্মদ নবীরা। বৃষ্টির জন্য আফগানিস্তান মাঠে নামতে পারেনি ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তাই ২ পয়েন্ট নিয়ে যাত্রা শেষ করলো তারা।

আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। শুরুটা খারাপ হয়নি তাদের। পাওয়ার প্লে-তেই গ্রিন, ওয়ার্নার ও স্মিথের উইকেট তুলে নিয়েছিলেন তারা। চোটের জন্য আজ দলে ছিলেন না অজি অধিনায়ক অ্যারণ ফিঞ্চ। পাওয়ার প্লে-তে ৫২ রান তুলেছিল অস্ট্রেলিয়া।

টপ অর্ডারের ব্যর্থতা কিছুটা ঢেকেছিলেন মিচেল মার্শ। ৩০ বলে ৩টি চার ও ২টি ছক্কা সহ ৪৫ রান করে মুজিবুর রহমানের শিকার হন তিনি। মার্কাস স্টোইনিস ২৫ রান করে রশিদ খানের শিকার হন। শেষপর্যন্ত অস্ট্রেলিয়ার ত্রাতা হয়ে উপস্থিত হন গ্লেন ম্যাক্সওয়েল। চলতি টুর্নামেন্টে প্রথমবার তাকে পরিচিত ছন্দে পাওয়া গিয়েছিল। ৩২ বলে ৫৪ রানের একটি অসাধারণ ইনিংস খেলে তিনি অস্ট্রেলিয়াকে পৌঁছে দেন ১৬৮ অবধি পৌঁছে দেন। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন নবীন মুরীদ।

এরপর রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করেছিলেন উইকেটরক্ষক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। ১৭ বলে ৩০ রান করে আউট হন তিনি। এরপর ইব্রাহিম জাদরান এবং গুলবদিন নাইবের পার্টনারশিপে ভর করে স্বপ্ন দেখছিল আফগানিস্তান। কিন্তু নাইবকে প্রথম ইনিংসের হিরো ম্যাক্সওয়েল তার ব্যক্তিগত ৩৯ রানের মাথায় রান-আউট করলে আশা কমতে থাকে আফগানিস্তানের।

rashid khan 48

কিন্তু শেষদিকে ২৩ বলে ৪৮ রানের একটি অভাবনীয় ইনিংস খেলে যাবতীয় হিসাব প্রায় বদলে দিয়েছিলেন রশিদ খান। কিন্তু শেষপর্যন্ত অসম্ভবকে সম্ভব করতে পারেননি তিনি। ১৬৪ রানে শেষ হয় আফগানিস্তানের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে কৃপণ বোলিং করে ২ উইকেট নেন লেগস্পিনার জাম্পা। ম্যাচ জিতলেও নেট রান রেটের অবস্থা অত্যন্ত খারাপ অজিদের। কিন্তু আজকের ফলের পর বিশ্বকাপ সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল শ্রীলঙ্কাও। আজ আফগানিস্তান জিতলে সুযোগ থাকতো তাদের সামনেও। কিন্তু রশিদ খানের এই ইনিংস ইংল্যান্ডের কাজটা কিছুটা সোজা করে দিয়েছে। কাল শ্রীলঙ্কার বিরুদ্ধে যে কোনও ব্যবধানে জিতলেই তারা সেমিফাইনালের টিকিট পেয়ে যাবে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর