বাংলা হান্ট নিউজ ডেস্ক: মরিয়া লড়াই করলো শ্রীলঙ্কা। কিন্তু শেষপর্যন্ত সেটা যথেষ্ট হলো না। ৪ উইকেটে ম্যাচ জিতে নিজেদের যোগ্যতাতেই সেমিফাইনাল নিশ্চিত করলো ইংল্যান্ড। আয়ারল্যান্ডের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে পরপর নিউজিল্যান্ডে ও শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রূপের দ্বিতীয় দল হিসেবে নিউজিল্যান্ডের সাথেই নক-আউট পর্যায়ে পৌঁছলো তারা। শ্রীলঙ্কার বিদায় তো গতকালই নিশ্চিত হয়ে গিয়েছিল। আজ তাদের হারের ফলে গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ বিজয়ীদের সুপার টুয়েলভ পর্যায় থেকে বাদ পড়াটা নিশ্চিত হয়ে গেল।
আজ সিডনিতে যদিও টসে জয় পেয়েছিল শ্রীলঙ্কাই। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে শুরুটাও ভালো করেছিল তারা। কিন্তু বল পুরোনো হতেই ব্যাটিং কঠিন হয়ে উঠতে থাকে। সেইসঙ্গে ডেথ ওভারগুলিতে মার্ক উড, স্যাম ক্যারানদের দুর্দান্ত বোলিংয়ের দৌলতে বেশিদূর এগোতে পারেনি দ্বীপরাষ্ট্রের দলটি।
ওপেনার পাথুম নিশাঙ্কা আজ ৪৫ বলে ৬৭ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় দ্রুততম শ্রীলঙ্কান ক্রিকেটার হিসেবে তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে ১০০০ রানের গণ্ডি অতিক্রম করেছিলেন। কিন্তু মিডিল অর্ডারে ভানুকা রাজাপক্ষ (২২) বাদে আর কেউই দাঁড়াতে পারেনি ইংল্যান্ডের বোলিং আক্রমণের সামনে। ২০ ওভারে ১৪১ রানের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কা। ইংল্যান্ড পেসার মার্ক উড ৩ উইকেট নেন।
এরপর রান তাড়া করতে নেমে শুরুতেই শ্রীলঙ্কা বোলারদের পিটিয়ে পাওয়ার প্লে-তে ৭০ রান তুলে ফেলেন দুই ইংলিশ ওপেনার জস বাটলার এবং অ্যালেক্স হেইলস। কিন্তু তারপরেই ম্যাচের মোড় ঘোরাতে শুরু করেন শ্রীলঙ্কান স্পিনাররা। দুই ওপেনারকে প্যাভেলিয়ানে ফেরত পাঠিয়ে শ্রীলঙ্কাকে ম্যাচে ফিরিয়ে আনেন ওয়ারিন্দু হাসারাঙ্গা।
বাটলার ২৮ এবং হেইলস ৩০ রান করে ড্রেসিংরুমে ফেরেন। এরপর একের পর এক উইকেট হারাতে শুরু করে ইংল্যান্ড। কিন্তু এক দিকটা সামলে রেখেছিলেন তারকা অলরাউন্ডার বেন স্টোকস। যে খেলা একসময় ১৫ ওভার এর মধ্যে শেষ হয়ে যাবে বলে মনে হচ্ছিল সেই খেলা শেষ ওভার অবধি টেনে নিয়ে যায় শ্রীলঙ্কা। কিন্তু তাদের হাতে রান এতটাই কম ছিল যে শেষরক্ষা হয়নি। ৩৬ বলে ৪২ রানের অপরিচিত একটি ইনিংস খেলে দলকে জয় ও সেমিফাইনালের টিকিট এনে দেন বেন স্টোকস।