হিন্দি ইন্ডাস্ট্রি থেকে অফার পেলেও কন্নড় ভাষাতেই সিনেমা করতে চান, বলিউডের মুখের উপর জবাব ‘কানতারা’ অভিনেতার

বাংলাহান্ট ডেস্ক: যত গুড় তত মিষ্টি, এ প্রবাদ সিনেমার ক্ষেত্রে আর খাটে না। এখন বাজেট দেখে নয়, ছবি হিট হয় গল্পের জোরে, অভিনয়ের জোরে। কন্নড় ইন্ডাস্ট্রির (Kannada Industry) তথাকথিত অখ‍্যাত অভিনেতা পরিচালক রিষভ শেট্টির (Rishab Shetty) ছবি ‘কানতারা’র (Kantara) নাম এতদিনে গোটা দেশের মানুষ জেনে গিয়েছেন। মোটে ১৫ কোটি টাকায় তৈরি হওয়া ছবিটি বক্স অফিসে তাবড় বিগ বাজেট ছবিকে আছড়ে ফেলেছে।

কানতারার চিত্রনাট‍্য লেখা থেকে পরিচালনা সবটাই করেছেন রিষভ। পাশাপাশি ছবিতে অভিনয়ও করেছেন তিনি। কন্নড় ভাষার পাশাপাশি হিন্দি, মালয়ালম এবং তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। কানতারার হিন্দি সংষ্করণের ব‍্যবসা চমকে দিয়েছে সবাইকে। আর এরপরেই এই ততাকথিত অখ‍্যাত কন্নড় অভিনেতার দিকে নজর পড়েছে বলিউডের। ইতিমধ‍্যেই হিন্দি ইন্ডাস্ট্রির থেকে নাকি ডাকও পেয়েছেন তিনি।

Kantara rishab shetty
কিন্তু সে সমস্ত প্রস্তাবই সবিনয়ে ফিরিয়ে দিয়েছেন রিষভ। তাঁর স্পষ্ট কথা, এখন তিনি কন্নড় ভাষাতেই ছবি বানাতে চান। তবে রিষভ একথাও জানিয়েছেন বলিউড অভিনেতাদের তিনি ভালবাসেন। সে অমিতাভ বচ্চনের মতো বর্ষীয়ান অভিনেতাই হন, বা শাহিদ কাপুর, সলমন খানের মতো পরবর্তী প্রজন্মের অভিনেতাই হন না কেন, সকলেই তাঁর প্রিয়। কিন্তু বলিউডে আসার ইচ্ছা তাঁর নেই।

বর্তমানের রিমেক ট্রেন্ডের কথা মাথায় রেখে কিছুদিন আগে রিষভকে প্রশ্ন করা হয়েছিল, কানতারার হিন্দি রিমেকের কথা কি তিনি ভাবছেন? উত্তরে এক রকম চমকে দিয়েই রিষভ বলেছিলেন, তাঁর মতে কানতারার হিন্দি রিমেক হওয়া উচিত নয়। তাছাড়া ছবিটি ইতিমধ্যেই হিন্দি ভাষায় ডাবিং করে মুক্তি পেয়েছে। তাই আর হিন্দি রিমেকের প্রয়োজন নেই। রিষভের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, যদি ছবিটি হিন্দিতে তৈরি করা হত তাহলে তাঁর চরিত্রটি কোন অভিনেতার করা উচিত?

পরিচালক স্পষ্ট উত্তর দেন, কোনো বলিউড অভিনেতারই ক্ষমতা নেই তাঁর চরিত্রটি করার। কারণ এর জন্য নিজের শিকড়, নিজের সংষ্কৃতির উপরে বিশ্বাস থাকা জরুরি। বলিউডে অনেক বড় স্টারেরা থাকতে পারেন, কিন্তু তাঁরা কেউই চরিত্রটি করতে পারবেন না বলেই জানিয়েছিলেন রিষভ।

Niranjana Nag

সম্পর্কিত খবর