চাকরি পেতে দলীয় নেতাকে টাকা দিয়ে প্রতারিত! আত্মহত্যা ছাড়া উপায় নেই বললেন তৃণমূল কর্মী

বাংলা হান্ট ডেস্কঃ পরিবহন নিগমের চাকরি পাইয়ে দেওয়ার লোভে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) এক নেতাকে কয়েক লক্ষ টাকা দিয়েছিলেন তাঁর দলেরই এক কর্মী। তবে চাকরি পাওয়া তো দূরের কথা, বরং পরবর্তীতে টাকা ফেরত চাইতে গেলে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়। দিনের পর দিন পরিস্থিতি অত্যন্ত শোচনীয় হয়ে দাঁড়ায় ওই তৃণমূল কর্মীর আর অবশেষে এবার মালদহের (Malda) হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur) থানায় তৃণমূল নেতা মনোজ রামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে মামলা দায়ের করলেন ওই কর্মী।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি ইস্যুতে তোলপাড় বঙ্গ রাজনীতি। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, অশোক সাহাদের মতো একাধিক তৃণমূল নেতা মন্ত্রী এবং শিক্ষা আধিকারিকরা জেলে। পাশাপাশি বাংলার বিভিন্ন প্রান্তে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার মামলা ক্রমাগত সামনে এসে চলেছে। এ সকল ঘটনায় অসংখ্য তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের নাম প্রকাশ্যে আসে।

সেই ধারা বজায় রেখে এবার হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের তৃণমূল অঞ্চল সভাপতি মনোজ রামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন তাঁর দলেরই এক কর্মী দীপক সিংহ। ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা দীপক সিংহের এই অভিযোগ প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। যদিও এক্ষেত্রে মনোজ রাম ষড়যন্ত্রের বিষয়টি সামনে এনেছেন।

দীপক সিংহের অভিযোগ, ২০১৬ সালে পরিবহন নিগমের চাকরি দেওয়ার লোভ দেখানো হয়। পরবর্তীতে মনোজ রামকে আমি ২ লক্ষ ২৫ হাজার টাকা দিই। এতে আমাকে জমি পর্যন্ত বেচে দিতে হয়ম তবে পরবর্তীতে চাকরি মেলেনি, এরপর স্ত্রী ছেড়ে চলে যায়। বাবা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। টাকা ফেরত চাইতে গেলে প্রাণের হুমকি পর্যন্ত দেওয়া হয়।” অবশেষে এবার পুলিশের দারস্থ হলেন প্রতারিত তৃণমূল কর্মী।

উল্লেখ্য, যে মনোজ রামের বিরুদ্ধে বর্তমানে গুরুতর অভিযোগ সামনে এসেছে, কয়েকদিন পূর্বে তিনিই আবার দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দল ছাড়তে চেয়েছিলেন। সেই বিষয়টিকে সামনে এনে এদিন বিজেপি নেতা রূপেশ আগারওয়াল বলেন, “উনি (মনোজ রাম) আমাদের দলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন। এখন দেখছি, ওকে দলে না নিয়ে ভালোই হয়েছে। সাধারণ মানুষের থেকে যেভাবে এরা টাকা নিয়ে প্রতারণা করে চলেছে, তা অত্যন্ত লজ্জার।”

Untitled design 2022 08 27T172746.021

যদিও এ বিষয়ে অভিযুক্তদের কড়া শাস্তি দেওয়া হবে বলেই দাবি তৃণমূল শিবিরের। তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী জানান, “দল এ সকল কাজকে কখনোই সমর্থন করে না। যদি কেউ অভিযুক্ত হয়ে থাকে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Sayan Das

সম্পর্কিত খবর