গ্রূপ শীর্ষে থেকেই সেমিফাইনালে টিকিট পেলে ভারত, এবার প্রতিপক্ষ ইংল্যান্ড

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ব্যাট হাতে রাহুল (৫১), সূর্যকুমারদের (৬১) দাপটের পর বাকি কাজটা সারলেন বোলাররা। প্রথম ইনিংসে রোহিত শর্মা এবং আজকে বিরাট কোহলির ব্যর্থতা কে দিয়েছিলেন দুই তারকা ব্যাটার। অর্ধশতরান পেয়েছিলেন দুজনেই। তাদের ব্যাটে ভর করেই প্রথম ইনিংসে ১৮৭ রানের স্কোর জিম্বাবোয়ের সামনে রেখেছিল ভারতীয় দল।

এরপর ব্যাট করতে নেমে অভিজ্ঞ বোলারদের সামনে চূড়ান্ত বেকায়দায় পড়ে জিম্বাবোয়ের ব্যাটিং লাইন আপ। সিকান্দার রাজা (৩৪) এবং রায়ান বার্ল (৩৫) ছাড়া আর কোনও ক্রিকেটারই দাঁড়াতে পারেননি ভারতীয় বোলারদের সামনে। পুরো কুড়ি ওভার ব্যাটিং করতেও ব্যর্থ হয় জিম্বাবোয়ে। ১৭.২ ওভারে ১১৫ রানে অল-আউট হয়ে যায় তারা।

ভারতের সেমিফাইনালে টিকিট আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু তাতে এই ম্যাচের গুরুত্ব তাদের কাছে কমে যায়নি। আজ বাংলাদেশের বিরুদ্ধে জয় পাওয়ার পর রান রেটে ভারত পাকিস্তানকে ঠকতে গিয়েছিল। ফলে সমান পয়েন্ট থাকা সত্বেও গ্রুপের শীর্ষস্থান দখল করেছিল প্রতিবেশী দেশ।

কিন্তু জিম্বাবুয়ের বিরুদ্ধে এই দুর্দান্ত জয়ের পর পাঁচ ম্যাচে ভারতের পয়েন্ট দাঁড়ালো ৮। সম সংখ্যক ম্যাচ খেলে পাকিস্তানের পয়েন্ট ছয়। ফলে গ্রুপ শীর্ষে থেকেই সেমিফাইনালে পৌঁছলো ভারতীয় দল। কৃপণ বোলিং করে ৩ উইকেট তুলেছেন স্পিনার রবি অশ্বিন। দুটি করে উইকেট পেয়েছেন মহম্মদ সামি এবং হার্দিক পান্ডিয়া। একটি করে উইকেট জুটেছে ভুবনেশ্বর কুমার, অক্ষর প্যাটেল এবং অর্শদীপের কপালে।

আজকের জয়ের পর অপর গ্রুপের দ্বিতীয় স্থানে থাকায় ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। সেই গ্রুপের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের মুখোমুখি হবে এই গ্রুপের দ্বিতীয় স্থান অধিকার করা পাকিস্তান। নয়ই নভেম্বর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং পাকিস্তান। তার ঠিক পরের দিন অর্থাৎ ১০ই নভেম্বর ভারত এবং ইংল্যান্ড একে অপরের মুখোমুখি হবে অ্যাডিলেটে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর