বাংলা হান্ট নিউজ ডেস্ক: আরও একবার প্রতিপক্ষ মুম্বাই সিটি এফসি এবং আরও একবার পয়েন্ট খোয়ালো সবুজ মেরুন বাহিনী। আইএসএলের মুম্বাই এফসি গাঁট কিছুতেই ছাড়াতে পারছেন না প্রীতম কোটালরা। আরবিতে ইস্টবেঙ্গল কে হারানোর পরে মুম্বাই সিটি এফসের ঘরের মাঠে ২-২ ফলে ড্র করলো জুয়ান ফেরান্দোর দল।
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয়ের পর আজ এই ম্যাচ জিতলে পয়েন্টস টেবিলে চার নম্বরে পৌঁছে যেত এটিকে মোহনবাগান। কিন্তু তেমনটা হলো না। উল্টে লেনি রদ্রিগেজ লাল কার্ড দেখে সুবিধা করে দিয়েছিল হোম টিমকে। কিন্তু তা সত্ত্বেও শেষমুহূর্তের গোলে একেবারে খালি হাতে ফিরতে হলো না লিস্টন কোলাসোদের।
ম্যাচ শুরু হওয়ার ৪ মিনিটের মধ্যে বেকায়দায় পরে গিয়েছিল এটিকে মোহনবাগান সমর্থকরা। গোল করে মুম্বাই সিটি এফসিকে এগিয়ে দেন তারকা ভারতীয় লাললিয়ানজুয়ালা ছাঙতে। প্রথমার্ধে পিছিয়েই মাঠ ছাড়তে হয়েছিল মেরিনার্সদের। গোল খাওয়ার পর প্রথমার্ধেই তিনটি বড় সুযোগ নষ্ট করেছিলেন মনবীররা। যদিও বেশিরভাগ সময়টা মুম্বাই সিটি এফসি-ই দাপিয়ে খেলেছিল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই হুগো বুমো, লিস্টন কোলাসোর তৈরি অসাধারণ মুভ ফিনিশ করেন জনি কাউকো। যদিও পরে সেটি মুম্বাই ডিফেন্ডার মেহতাবের আত্মঘাতী গোল হিসাবেই দেখা হয়। বাগানের মিডফিল্ড দ্বিতীয়ার্ধে নিজেদের ছন্দ খুঁজে পায়। কিন্তু ৭২ মিনিটে রোস্টিন গ্রিফিথ ফের গোল করে ঝটকা দেন সবুজ মেরুণ শিবিরকে। তার দু মিনিটের মধ্যেই লেনি লাল কার্ড দেখে আরও বিপদ বাড়ান এটিকে মোহনবাগানের।
কিন্তু দশ জন হলেও আক্রমণ বন্ধ করেনি কাউকোরা। ফলস্বরূপ ৮৯ মিনিটে হেড করে দুর্দান্ত গোল করেন কার্ল ম্যাকহিউ। ইনজুরি টাইমেও সুযোগ তৈরি করেছিল সবুজ মেরুণ শিবির। ৩-২ করার সুযোগ পেয়েছিল দুই পক্ষই। কিন্তু শেষপর্যন্ত ম্যাচ শেষ হয় সমতা বজায় রেখেই।