৪৯৯ টাকায় ৩৩০০ জিবি ডেটা, আনলিমিটেড কলিং! বাজার কাঁপানো অফার BSNL-র

বাংলাহান্ট ডেস্ক : ভারত সঞ্চার নিগম লিমিটেড ওরফে BSNL বাজারে নিয়ে এলো তাদের নতুন ব্রডব্যান্ড প্ল্যান, যা শুনলে সবাই চমকে যাবে। এই প্ল্যান বা পরিকল্পনার দাম রাখা হয়েছে মাত্র ৪৯৯ টাকা প্রতি মাসে। যার মাধ্যমে ব্যবহারকারীরা পেতে চলেছেন মাসিক ৩৩০০ জিবি হাই-স্পিড ডেটা। এবং যখন এই হাই-স্পিড ডেটার স্পিড কমে যাবে বা শেষ হয়ে যাবে তখন তা ৪ এমবিপিএস-এর গতিতে চলবে।

ওপরে উদ্ধৃত এই প্ল্যানে আসলে ৪০ এমবিপিএস-এর স্পিডেই ডেটা দেওয়া হবে। কিন্তু ব্যবহারকারীরা চাইলে ৩৩০০ জিবি-র হাই-স্পিড ডেটাও ব্যবহার করতে পারবেন। কিন্তু ওই হাই- স্পিড ডেটা শেষ হলে ৪ এমবিপিএস-এর গতির আনলিমিটেড ডেটা সুরক্ষা পাবেন। নিচে তার সম্পূর্ণ বিবরণ দেওয়া হলো।

শুধু ডেটা না ব্যবহারকারীরা এই ব্রডব্যান্ড ব্যবহার করলে পাবেন ফোন কলিং-এর সুবিধাও। অর্থাৎ BSNL ব্রডব্যান্ড ব্যবহারকারীরা আনলিমিটেড ডেটা ব্যবহারের পাশাপাশি আনলিমিটেড কলিং-এর সুবিধা পেতে চলেছেন। টেলিকম টক থেকে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে, গ্রাহকদের প্রথম মাসে ৫০০ টাকার ডিসকাউন্ট-ও দেওয়া হবে।394546 bsnl tower

এমনকী কোম্পানির আরও একটি ব্রডব্যান্ড প্ল্যান আছে যে প্ল্যানটি এই প্ল্যানটির থেকে ৫০ টাকা কমে পাওয়া যাচ্ছে। তবে আশা করা যাচ্ছে যে এরপর হয়তো BSNL তাদের ৭৭৫ টাকা ও ২৭৫ টাকার ব্রডব্যান্ড পরিষেবাগুলি বন্ধ করে দেবে। এবং হতে পারে এই দুটি প্ল্যান আগামী ১৫ই নভেম্বর অব্দি বৈধ হবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর