“ধোনির মতো অধিনায়ক ভারতীয় দল আর কোনদিনও পাবে না”, কালকের হারের পর মন্তব্য গম্ভীরের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল ভারতীয় দলের শোচনীয় হারের পরে এখনো সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। একের পর এক আইসিসি ট্রফি আসছে এবং ভারত ফেভারিট হিসেবে সেই ট্রফিতে খেলতে নামছে কিন্তু একটা সময় গিয়ে ব্যর্থ হচ্ছে। ক্রিকেটপ্রেমীরা যেন এই ধারা দেখতে দেখতে হতাশ। কিন্তু দুঃখের ব্যাপার এই মুহূর্তে তাদের আশার আলো দেখাতে পারছেন না কেউই।

অনেক ক্রিকেট বিশেষজ্ঞ এই নিয়ে অনেক রকম মন্তব্য করছেন। সুনীল গাভাস্কর যেমন বলেই দিয়েছেন টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সিনিয়র ক্রিকেটাররা খুব তাড়াতাড়িই সরে দাঁড়াবেন এবং খুব সম্ভবত হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব সম্বল করে ভারতীয় দল ভবিষ্যতে ক্ষুদ্রতম ফরম্যাটে সফল হওয়ার আশা করবে।

প্রাক্তন ভারতীয় অধিনায়ক কপিল দেব তো আরও সরব হয়েছেন ভারতের পারফরম্যান্স নিয়ে। তিনি ভারতীয় দলকে চোকার্স আখ্যাও দিয়েছেন। তবে তিনি মাত্র একটা ম্যাচের জন্য ভারতীয় দলের সমালোচনা করতে রাজি নন। তার মতে ভারতীয় দলের দীর্ঘদিন ধরেই কিছু সমস্যা রয়েছে যেটা অনেকদিন আগেই কাটিয়ে ওঠা যেত, কিন্তু কেউ চেষ্টাও করেননি।

তবে গৌতম গম্ভীর একটা বিশেষ মন্তব্য করেছেন যা সকলের কাছেই খুব তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে তার সম্পর্ক খুব একটা মধুর নয় এটা সকলেই জানেন। কিন্তু এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ফের একবার মাহির অর্জনের কথা তুলে এনেছেন তিনি।

ভারতের এই লজ্জাজনক হারের পর নিজের বক্তব্য রাখতে গিয়ে ধোনির প্রসঙ্গে গম্ভীর বলেছেন, “ভারতীয় দলে ভবিষ্যতে এমন কেউ আসতেই পারে যে রোহিত শর্মার চেয়েও বেশি ডাবল সেঞ্চুরি করবে। এমন কেউ আসতে পারে যে কোহলির রান সংখ্যাকে ছাপিয়ে যাবে। কিন্তু ভারতীয় দলে এমন অধিনায়ক কে কোনদিনও হয়তো পাবে না যে একইসঙ্গে তিনটে আইসিসি ট্রফি ভারতকে জিতিয়ে দেবে।” অনেকেই গম্ভীরের মুখে এই কথা শুনে বেশ চমৎকৃত হয়েছে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর