বাংলা হান্ট ডেস্কঃ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) রূপ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অখিল গিরি (Akhil Giri)। এই ঘটনায় ইতিমধ্যে শোরগোল ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়। প্রতিবাদে নেমেছে বিজেপি (Bharatiya Janata Party)। প্রতিবাদে সরব একাধিক মহল আর অবশেষে এই ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অখিল গিরির বিতর্কিত মন্তব্যের জন্য অবশেষে ক্ষমা চেয়ে বসলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “রাষ্ট্রপতি খুবই সুন্দর মহিলা। অখিল গিরি যে অন্যায় করেছে, তার জন্য আমি ধিক্কার জানাচ্ছি। ওর হয়ে আমি ক্ষমা চাইছি।”
উল্লেখ্য, সম্প্রতি নন্দীগ্রামের গোকুলনগরে তৃণমূলের শহিদ স্মরণ মঞ্চে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার জেরে শোরগোল পড়ে যায় সর্বত্র। পরবর্তীতে এ ঘটনার প্রতিবাদে একটি সভায় বক্তৃতা দিতে ওঠে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি বলেন, “দেখতে ভালো নয় বলছে। কি দেখতে ভাল? আমরা রূপের বিচার কখনো করি না। রাষ্ট্রপতির চেয়ারকে সম্মান করা হয়। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?”
অখিল গিরির এহেন মন্তব্যে মুহূর্তের মধ্যেই শোরগোল পড়ে যায় সর্বত্র। রাজ্যের মন্ত্রীকে সকল পদ থেকে বরখাস্ত করার দাবি তুলে প্রতিবাদে নেমেছে বিজেপি। বাংলা এবং দিল্লির থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৌন থাকা মিয়েও প্রশ্ন তুলে দেয় বাংলার প্রধান বিরোধী দল। অবশেষে এই ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাশেই দাঁড়ালেন মুখ্যমন্ত্রী।
এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকের সময়ে মমতা বলেন, “আগামী দিনে যদি এ ধরনের মন্তব্য প্রকাশ করা হয়, তাহলে দলের তরফ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অখিলকে সতর্ক করে দেওয়া হয়েছে।”
উল্লেখ্য, এদিন রাজ্যের মন্ত্রীর মন্তব্যের নিন্দা করলেও অপরদিকে আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। সম্প্রতি, তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা আদিবাসী নেত্রী বীরবাহা হাঁসদাকে উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্য করেন শুভেন্দু।
এই প্রসঙ্গে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বীরবাহা আদিবাসী এবং সাংস্কৃতিক পরিবারের মেয়ে। কেউ যদি ওকে জুতোর নিচে রেখে দেওয়ার কথা বলে, তাহলে সেটা কি রুচিকর? দাঁড় কাকের মতো দেখতে বলা হচ্ছে, এগুলি অনুচিত।” ফলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে অখিল গিরির মন্তব্যকে সমালোচনা করার পাশাপাশি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এদিন মুখ্যমন্ত্রীর আক্রমণ যথেষ্ট প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে।
সবশেষে রাষ্ট্রপতিকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “মানুষের ভেতর সুন্দর হওয়া প্রয়োজন। এক্ষেত্রে কেউ যদি অন্যায় করে, তাহলে তা কখনোই সমর্থনযোগ্য নয়।”