বাংলাহান্ট ডেস্ক: বুধবার মধ্যরাতের পরেই সোশ্যাল মিডিয়ায় হঠাৎ হইচই। ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma), সব্যসাচী চৌধুরীকে (Sabyasachi Chowdhury) নিয়ে শোকবার্তা, RIP লেখার ধুম। খবরের (Fake News) সত্যি মিথ্যে যাচাই না করেই লাইক, শেয়ার পাওয়ার দৌড়ে সামিল নেটপাড়াবাসীর একাংশ। বাধ্য হয়ে ওই মধ্যরাতেই ফের আর্জি জানালেন সব্যসাচী, ওকে আরেকটু থাকতে দাও।
বিগত ১৬ দিন ধরে সংবাদ শিরোনামে শুধু দুটো নায় ঐন্দ্রিলা এবং সব্যসাচী। দুজনের লড়াইয়ের সম্পর্কে এখন সকলেই ওয়াকিবহাল। বর্তমানের ঠুনকো সম্পর্কের ভিড়ে সব্যসাচী ঐন্দ্রিলা নজর কেড়ে নিয়েছেন স্বাভাবিক ভাবেই। তাঁদের সিংহাসনে বসিয়েছেন নেটজনতা। আবার এই নেটিজেনরাই না যাচাই করে একটা ভুয়ো খবরের পেছনে ধাওয়া করলেন বুধবার।
ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ঐন্দ্রিলা। বুধবার সকালে আচমকা হৃদরোগ হওয়ায় অবস্থা আরো সঙ্কটজনক হয়েছে। দুশ্চিন্তার প্রহর গুনছেন অভিনেত্রীর পরিবারের প্রত্যেকটা মানুষ। তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর হুড়োহুড়ি। বাধ্য হয়ে সব্যসাচী লিখলেন, ‘আরেকটু থাকতে দাও ওকে.. এসব লেখার অনেক সময় পাবে।’ কমেন্টে দুঃখ প্রকাশ করেছেন ইউটিউবার স্যান্ডি সাহাও। তিনিও যে যাচাই না করেই ভুয়ো খবর ছড়াতে ব্যস্ত ছিলেন।
হাসপাতাল সূত্রে খবর, ঐন্দ্রিলার পরিস্থিতি এখনো স্থিতিশীল নয়। এখনো সঙ্কটজনক পরিস্থিতিতে রয়েছেন। তবে ঐন্দ্রিলা লড়ছেন এখনো। হৃদরোগে আক্রান্ত হওয়ার পরেই সঙ্কটজনক হয়ে উঠেছে তাঁর পরিস্থিতি। মাঝে জানা গিয়েছিল, চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেত্রী। সিপিআর দেওয়া হয়েছে তাঁকে। ভেন্টিলেশনে রয়েছেন তিনি। এমতাবস্থায় যাচাই না করে ভুয়ো খবর ছড়ানো থেকে বিরত থাকার জন্যই অনুরোধ সকলকে।