বাংলাহান্ট ডেস্ক: শীত প্রায় পড়ে গিয়েছে। ডিসেম্বর মাসও এসে গিয়েছে দোরগোড়ায়। ডিসেম্বর মাস মানেই ছুটির মরসুম। বড়দিন থেকে নিউ ইয়ারের পার্টি, রয়েছে বেশ কয়েকটি ছুটি। ফলে ছুটির দিনগুলিতে ব্যাঙ্কও বন্ধ (Bank holiday) থাকবে। তাই ডিসেম্বরের জরুরি কাজগুলি সাজিয়ে ফেলার আগে জেনে নেওয়া জরুরি কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
এক্ষেত্রে জানিয়ে রাখি, জাতীয় ছুটি ছাড়া দেশের সব প্রান্তে একই দিনে সব ব্যাঙ্কে ছুটি থাকে না। বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে সেই রাজ্যের কিছু স্থানীয় সরকারি ছুটি হিসেবে বন্ধ থাকে ব্যাঙ্ক। ডিসেম্বরের ৩১ দিনের মধ্যে মোট ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক একটি ছুটির তালিকা প্রকাশ করেছে।
প্রতি মাসেই রিজার্ভ ব্যাঙ্ক তার পরের মাসের ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করে। যাতে সাধারণ গ্রাহকরা জানতে পারেন কবে কোথায় ব্যাঙ্ক বন্ধ থাকছে। সেই মতো তাঁরা নিজেদের জরুরি কাজ সাজিয়ে ফেলতে পারেন। দেখে নিন ডিসেম্বরে কবে কোথায় ব্যাঙ্ক বন্ধ থাকছে।
>> ৩ ডিসেম্বর – সেন্ট জেভিয়ার ফিস্ট। গোয়াতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
>> ৪ ডিসেম্বর – রবিবার তাই দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ।
>> ১০ ডিসেম্বর – দ্বিতীয় শনিবার তাই দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ।
>> ১১ ডিসেম্বর- রবিবার তাই দেশজুড়ে বন্ধ ব্যাঙ্ক।
>> ১২ ডিসেম্বর – পা তাগান নেংমিংজা সঙ্গম। মেঘালয়তে ব্যাঙ্কে ছুটি থাকবে।
>> ১৮ ডিসেম্বর – রবিবার তাই দেশজুড়ে বন্ধ ব্যাঙ্ক।
>> ১৯ ডিসেম্বর – গোয়া লিবারেশন দিবস। গোয়াতে ছুটি থাকবে ব্যাঙ্কে।
>> ২৪ ডিসেম্বর – বড়দিন ও চতুর্থ শনিবার তাই দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ।
>> ২৫ ডিসেম্বর – বড়দিন এবং রবিবার তাই দেশজুড়ে বন্ধ ব্যাঙ্ক।
>> ২৬ ডিসেম্বর – বড়দিন, লাসুং ও নামসুং। মিজোরাম, সিকিম ও মেঘালয়তে ব্যাঙ্ক বন্ধ।
>> ২৯ ডিসেম্বর – গুরু গোবিন্দ সিং-এর বৃহস্পতিবার জন্মদিবস। চন্ডীগড়ে ব্যাঙ্ক বন্ধ।
>> ৩০ ডিসেম্বর – ইউ কিয়াং নাংওয়াহ। মেঘালয়তে ব্যাঙ্ক ছুটি।
>> ৩১ ডিসেম্বর – নিউ ইয়ার্স ইভ। মিজোরামে বন্ধ ব্যাঙ্ক।
ব্যাঙ্ক বন্ধ হলেও নেটব্যাঙ্কিং এবং ইউপিআই কাজ করবে। এই ছুটিগুলির মধ্যে অনেক ক’টাই রাজ্যভিত্তিক। তাই তার প্রভাব গোটা দেশে পড়বে না। জাতীয় স্তরে ৩, ৪, ১০, ১১, ১৮, ২৪ ও ২৫ ডিসেম্বর ব্যাঙ্ক বন্ধ থাকবে।