দেশ ডুবলেও হুহু করে সম্পত্তি বেড়েছে সেনাপ্রধানের স্ত্রীয়ের! তথ্য প্রকাশ্যে আসতেই তুলকালাম পাকিস্তানে

বাংলাহান্ট ডেস্ক : পাকিস্তানের (Pakistan) সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার (Qamar Javed Bajwa) পরিবারের সম্পত্তি সম্পর্কে একটি পাকিস্তানি ওয়েবসাইটে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। এরপর থেকে প্রতিবেশী দেশে শুরু হয়ে গিয়েছে তোলপাড়। ফ্যাক্ট ফোকাস নামের একটি ওয়েবসাইট বাজওয়ারের আত্মীয়দের সম্পদের বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে। প্রতিবেদনে যে দাবি ও পরিসংখ্যান তুলে ধরা হয়েছে তা রীতিমত চাঞ্চল্যকর।

জানা গিয়েছে, বাজওয়ার বাড়ির পুত্রবধূ হওয়ার মাত্র নয় দিন আগেই মাহনূর সাবির নামের এক মহিলা কোটিপতি হয়েছেন। এছাড়াও আতশ কাঁচের তলায় রয়েছেন সেনাপ্রধানের স্ত্রী আয়েশা যার সম্পদ গত ছয় বছরে বহুগুণ বেড়েছে। এসব দাবি সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কোন তথ্য দেওয়া না গেলেও নতুন সেনাপ্রধান নিয়োগের আগে পাকিস্তানে আলোড়ন সৃষ্টি হয়েছে।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, জেনারেল বাজওয়ারের স্ত্রী আয়েশা ছয় বছরে কোটিপতি হয়েছেন। তিনি গুলবার্গ গ্রিনস ইসলামাবাদ এবং করাচিতে বড় খামারবাড়ি, লাহোরে বেশ কয়েকটি প্লট, ডিএইচএ স্কিমে বাণিজ্যিক প্লট এবং প্লাজার মালিক। গত ছয় বছরে, তিনি লাহোরে দুটি বাণিজ্যিক প্লাজা কিনেছেন এবং তার মার্কিন অ্যাকাউন্টে প্রায় অর্ধ মিলিয়ন ডলার জমা রয়েছে।

2013 সালের আয়কর রিটার্নে, বাজওয়া বলেছিলেন যে তাঁর স্ত্রীর নামে মাত্র তিনটি সম্পত্তি রয়েছে। লাহোরে দুটি বাণিজ্যিক প্লট এবং একটি ইসলামাবাদে যার মোট ঘোষিত মূল্য 70 লাখ টাকা। প্রতিবেদনে আরোও বলা হয়েছে, সেনাপ্রধান হওয়ার পর তিনি 2017 সালে তিনবার সম্পদের বিবরণী সংশোধন করেন। 2013 সালের সম্পদ বিবরণীতে, বাজওয়া লাহোরে আরেকটি প্লট কেনার কথা যোগ করেন। তিনি দাবি করেন, 2013 সালে তিনি এই প্লট কিনেছিলেন কিন্তু তথ্য দিতে ভুলে গেছিলেন।

Bajwa wife

এরপর 2016 সালে সম্পদ সম্পর্কিত তথ্য জানানোর সময় আয়েশা আটটি ‘অন্যান্য সম্পদ’ তালিকাভুক্ত করেছিলেন কিন্তু বিশদ বিবরণ দেননি। এই সম্পদ বিবরণী সর্বশেষ আপডেট করা হয়েছিল 2018 সালের এপ্রিলে। উল্লেখ্য, তখন পাকিস্তানি সেনাবাহিনীর কম্যান্ড ছিল বাজওয়ার হাতে। বাজওয়ার স্ত্রী ঘোষণা করেছেন যে গত আর্থিক বছরে 2015 সালে তার সম্পদের মোট মূল্য শূন্য ছিল। এরপর হঠাৎ করেই 2021 সালের ঘোষিত সম্পদে আয়েশার অনেক বেশি পরিমাণ সম্পদের মালিক হয়ে যাওয়ার তথ্য প্রকাশ্যে এলে গুঞ্জন শুরু হয়।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর