বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশের টেলিকম অপারেটরগুলির মধ্যে অন্যতম একটি হল মুকেশ আম্বানির (Mukesh Ambani)-র সংস্থা Reliance Jio। এমতাবস্থায়, গ্রাহকদের জন্য Jio প্রায়শই একের পর এক দুর্ধর্ষ প্ল্যান নিয়ে আসে। যেগুলি খুব সহজেই জনপ্রিয়তা অর্জন করে ফেলে ব্যবহারকারীদের মধ্যে। সেই রেশ বজায় রেখেই এবার একটি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে Jio।
শুধু তাই নয়, এই প্ল্যানটি সম্প্রতি চলা ফুটবল বিশ্বকাপের দিকে তাকিয়েই গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সংস্থা। পাশাপাশি, এটির মাধ্যমে আপনি খুব সহজেই বিশ্বকাপ ফাইনালের জমজমাট ম্যাচটিকেও উপভোগ করতে পারবেন। তবে, এই প্ল্যানে ২২২ টাকার বিনিময়ে একটি 4G ডেটা ভাউচার পাবেন গ্রাহকেরা। যার ফলে গ্রাহকদের একটি সক্রিয় প্ল্যান নিয়ে রাখতে হবে।
Jio-র ২২২ টাকার প্রিপেড ডেটা ভাউচার: এই প্রসঙ্গে টেলিকম টকের একটি রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, Jio-র নতুন প্রিপেড 4G ডেটা ভাউচারটি ৩০ দিনের বৈধতার সাথে উপলব্ধ রয়েছে। পাশাপাশি, এটি সর্বমোট ৫০ GB হাই-স্পিড ডেটার সুবিধা প্রদান করবে। সুতরাং, ব্যবহারকারীরা ১ GB ডেটার জন্য মাত্র ৪.৪৪ টাকা খরচ করবেন। এছাড়াও, এই ডেটা-অ্যাড অন প্ল্যানটি বেস প্ল্যানের সাথে সক্রিয় থাকবে। তাই ব্যবহারকারীরা তাঁদের দৈনিক ডেটা লিমিট শেষ করার পরে এই ডেটা ভাউচার ব্যবহার করতে সক্ষম হবেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, ৫০ GB ডেটা খরচ করার পরে, এই প্ল্যানে ইন্টারনেটের স্পিড কমে ৬৪ Kbps হয়ে যাবে।
উল্লেখ্য যে, Jio ফুটবল অনুরাগীদের জন্য নতুন এই ডেটা-অ্যাড অন প্যাক চালু করলেও এটি সমস্ত ব্যবহারকারীদের জন্য উপলব্ধ রয়েছে। তবে কত দিন যাবৎ এই প্ল্যানটি ব্যবহারকারীদের জন্য থাকবে সেই সম্পর্কে কোনো আপডেট পাওয়া যায়নি। এমতাবস্থায়, অনুমান করা হচ্ছে যে, ফুটবল বিশ্বকাপের পর এই প্ল্যান বন্ধ করে দিতে পারে Jio।
পাশাপাশি, আপনি যদি অতিরিক্ত ডেটার সুবিধা উপভোগ করতে চান, সেক্ষেত্রে আপনি MyJio অ্যাপ থেকে বা Jio-র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনার Jio নম্বরটিতে ২২২ টাকার 4G ডেটা ভাউচারটি রিচার্জ করতে পারেন। এছাড়াও আপনি, নিকটস্থ রিচার্জের দোকানে গিয়েও এটি পেতে পারেন।
Jio-র মাসিক প্রিপেইড প্ল্যান: ইতিমধ্যেই Jio-র কিছু ২৮ দিনের বৈধতা যুক্ত প্ল্যানও গ্রাহকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমান প্রতিবেদনে সেগুলি উপস্থাপিত করা হল।
Jio-র ২০৯ টাকার প্ল্যান: এই প্ল্যানে গ্রাহকেরা ২৮ দিনের জন্য ১ GB-র দৈনিক ডেটা সহ আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন।
Jio-র ২৩৯ টাকার প্ল্যান: ব্যবহারকারীরা এই প্ল্যানে ২৮ দিনের বৈধতার সাথে প্রতিদিন ১.৫ GB ডেটা ও আনলিমিটেড কলিং ব্যবহার করতে পারবেন।
Jio-র ২৫৯ টাকার প্ল্যান: এই প্ল্যানে গ্রাহকেরা ১.৫ GB দৈনিক ডেটা সহ কলিংয়ের সুবিধা পাবেন।
Jio-র ২৯৯ টাকার প্ল্যান: এই প্ল্যান মারফত ব্যবহারকারীরা আনলিমিটেড কল সহ দৈনিক ২ GB ডেটা ২৮ দিন যাবৎ ব্যবহার করতে পারবেন।