দিল্লির থেকেও খারাপ হাল কলকাতার! টুইটে আশঙ্কা প্রকাশ করলেন স্বস্তিকা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই জন্মদিন গিয়েছে তাঁর। আর্জেন্টিনার জিতে নীল সাদা শাড়ি পরার প্রতিশ্রুতি দিয়েও চর্চায় উঠে এসেছিলেন। তিনি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ‍্যায় (Swastika Mukherjee)। বিভিন্ন বিষয় নিয়ে নিজস্ব মতামত দিতে কখনোই পিছপা হন না তিনি। এবারেও কলকাতা আর দিল্লির তুলনা টেনে টুইট করলেন স্বস্তিকা।

পরিবেশ নিয়ে সচেতন ‘কালা’ অভিনেত্রী। দিনের পর দিন বায়ুদূষণের মাত্রা বাড়ছে কলকাতায়। শীত পড়তেই এয়ার কোয়ালিটি ইনডেক্স খারাপ হয়েছে কলকাতার। খুবই খারাপ পরিস্থিতিতে রয়েছে শহর কলকাতা। এমনকি বায়ুদূষণের ক্ষেত্রে যে দিল্লির নাম বারেবারে উঠে আসে, তার থেকেও খারাপ অবস্থায় রয়েছে তিলোত্তমা।


একটি টুইটে সেকথাই জানিয়ে স্বস্তিকা লিখেছেন, ‘কলকাতায় ৩০৭! দিল্লির থেকেও খারাপ! এই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি না কেন?’ উল্লেখ‍্য, ৩০১ থেকে ৪০০ পর্যন্ত এয়ার কোয়ালিটি ইনডেক্স হল ‘ভেরি পুওর’। অর্থাৎ কলকাতার অবস্থা যে বেশ খারাপ তা বলার অপেক্ষা রাখে না। স্বস্তিকার বক্তব‍্য, এই বিষয়ে সচেতন হওয়া উচিত সবার।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ফিফা বিশ্বকাপ নিয়ে চর্চায় উঠে এসেছিলেন স্বস্তিকা। লিখেছিলেন, ‘আজকে বাবা থাকলে আমার বাড়ির ছাদ উড়ে যেতযেত এবং তার সঙ্গে আমার পিঠের চামড়াটাও যেত। কারণ আমার দোষেই যা হওয়ার হয়েছে। তাই বাঙালির ভালবাসার জন্য, আমার বাবা, আমাদের সবার বাবা রা এবং আর্জেন্টিনা, প্লিজ জিত নিশ্চিত করুন।’

 

পোস্টের কমেন্ট বক্সে একজন আবদার জানিয়েছিলেন, আর্জেন্টিনা জিতলে স্বস্তিকাকে নীল সাদা শাড়িতে দেখতে চান। চ্যালেঞ্জে রাজিও হয়ে যান অভিনেত্রী। লেখেন, ‘কথা দিলাম। হয়ে যাক!’ যদিও এখনো পর্যন্ত নীল সাদা শাড়িতে দেখা মেলেনি স্বস্তিকার।

X