‘পঞ্চায়েত ভোট হবে অবাধে, দায়িত্ব আমার! মস্তানি করলে দল থেকেই বের করে দেব’, চরম হুঁশিয়ারি অভিষেকের

বাংলাহান্ট ডেস্ক : রানাঘাটের জনসভার মঞ্চ থেকে নিজের স্বভাবজাত ভঙ্গিতে বিরোধীদের একেবারে হুক আর পুল করে মাঠের বাইরে পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন তিনি বলেন, সিপিএমকে (CPM) যদি ২০০৮ সালে পঞ্চায়েত নির্বাচনে হারানো যায় তাহলে ২০২৩ সালেও বিরোধীদের হারানো সম্ভব। রানাঘাটের সভা থেকে এভাবেই দলের সমর্থকদের চাঙ্গা করলেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তিনি পরিস্কার জানিয়ে দিলেন নির্বাচনে কোনও রকম হিংসার স্থান নেই। শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হবে, সমস্ত দায়িত্ব তাঁর। পাশাপাশি দলে শুদ্ধিকরণেরও সাফ বার্তা দিয়ে দিলেন অভিষেক।

আজ শনিবার রানাঘাটের সভায় অভিষেক প্রশ্ন করেন, ‘গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি, কর্মাধক্ষ্য যারা রয়েছেন তাদের কাজে আপনারা কতটা খুশি? মঞ্চে যে সমস্ত নেতারা বসে রয়েছেন তাদের দিকে দেখার কোনও দরকার নেই। আমার দিকে তাকিয়ে বলুন। বিকেলে আমি ফিরে গেলে কে আপনাদের ধরবে তা ভাবার দরকার নেই। আপনাদের সুরক্ষার দায়িত্ব সম্পূর্ণ আমার। মঞ্চে যারা বসে রয়েছেন তাদের প্রতি আমি বলব ২০০৮ সালে যদি সিপিএমের অত্যাচারকে পাত্তা না দিয়ে আমরা পঞ্চায়েত নির্বাচন জিততে পারি তাহলে ২০২২ সালে আমরা কেন শান্তিপূর্ণ ভোট করে ১৮৭টা গ্রাম পঞ্চায়েত জিতব না? ভোট শান্তিপূর্ণই হবে। ভোট অবাধ হবে। ভোট গণতান্ত্রিক হবে, এই দায়িত্ব আমার। আমি কথা দিয়ে যাচ্ছি।’

   

এরপর দলের নেতাদের উদ্দেশ্যে, অভিষেক হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি কেউ ভাবে গায়ের জোরে ভোট করব, গাজোয়ারি করব, গুন্ডামি, মস্তানি করব তাহলে তাদের ১ ঘণ্টার মধ্যে দল থেকে বের করে দেব। আর ২ ঘণ্টার মধ্যে প্রশাসনকে বলব তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আমি কথা দিয়ে যাচ্ছি। কিন্তু আপনারা কথা কি দেবেন? শোধরানোর একটা সুযোগ আপনারা তৃণমূল কংগ্রসেকে দেবেন?’

এদিন অভিষেক আরও বলেন, ‘পার্টি সভাপতি করেছে দেবাশিস গঙ্গোপাধ্যায়কে। এটাই নতুন তৃণমূল। কোনও দাদাকে ধরে, মুখ দেখিয়ে সভাপতি হয়নি। ভালো কাজ যে করব, পার্টি তাকে ঠিক খুঁজে নেবে। সম্মান দিয়ে যোগ্য পদে বসাবে। এটাই নতুন তৃণমূল। আর যারা ২০২১ সালে পার্টির সঙ্গে বেইমানি করেছেন তাদের সবার হিসেব আমরা কাছে আছে। কড়ায় গন্ডায় সমস্ত হিসাব চোকাব আমি। কেউ ছাড় পাবে না।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর