বাংলাহান্ট ডেস্ক: বিগত বেশ কিছুদিন ধরে সংবাদ শিরোনামে একটা নাম ঘোরাফেরা করছে, শাহরুখ খান (Shahrukh Khan)। সেই ২০১৮ তে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। ‘জিরো’র পাহাড় প্রমাণ ব্যর্থতা ঘাড়ে নিয়ে স্বেচ্ছায় অভিনয় থেকে সরে দাঁড়িয়েছিলেন শাহরুখ। মাঝে চার বছর বিরতিতে থাকার পর ২০২৩ এ মেগা কামব্যাক করতে চলেছেন কিং খান। কিন্তু তার আগেই হল বিপত্তি।
‘পাঠান’ নিয়ে বিতর্ক ক্রমেই গুরুতর আকার ধারণ করছে। একাধিক রাজ্যে ছবিটি নিষিদ্ধ করার দাবি উঠেছে। বিভিন্ন ধর্মীয় সংগঠন পাঠানের বিপক্ষে সুর চড়িয়েছে। শাসক বিরোধী নির্বিশেষে যোগ দিয়েছে রাজনৈতিক দলগুলি। শাহরুখ দীপিকার ছবি, পোস্টার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। এর মাঝেই খারাপ খবর দিলেন শাহরুখ।
অসুস্থ হয়ে পড়েছেন তিনি। সম্প্রতি মিনিট কয়েকের জন্য টুইটারে অনুরাগীদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করে ছিলেন শাহরুখ। সেখানেই নিজের শরীর স্বাস্থ্য নিয়েও আপডেট দেন অভিনেতা। এক ভক্ত প্রশ্ন করেছিলেন তাঁর প্রিয় খাবার, নিত্যদিনের ডায়েট নিয়ে। উত্তরে শাহরুখ বলেন, ইনফেকশনের জেরে তাঁর শরীর একটু খারাপ। তাই আপাতত ডাল ভাতই খাচ্ছেন তিনি।
ইনফেকশন কীভাবে বাঁধালেন তা অবশ্য জানাননি শাহরুখ। তবে তাঁর টুইটের উত্তরে দ্রুত সুস্থ হয়ে ওঠার বার্তা দিয়েছেন নেটনাগরিকরা। দিন কয়েক আগেই KIFF এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে কলকাতায় এসেছিলেন শাহরুখ। মঞ্চ থেকে পরোক্ষে বার্তা দিয়েছেন নিন্দুকদের। সোশ্যাল মিডিয়ায় নেতিবাচকতা ছড়ানোর বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি।
দেশের বিভিন্ন প্রান্তে ‘পাঠান’ ঘিরে অশান্তি ক্রমেই চরমে উঠছে। কারোর দাবি, ‘বেশরম রঙ’ গানটি বাদ দিতে হবে, আবার কারোর দাবি, ছবির নামটাই বদলে দিতে হবে। নয়তো নিষিদ্ধ করা হবে শাহরুখের ছবি। কিন্তু বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করতে দেখা যায়নি বলিউডের ‘বাদশা’কে। তিনি ব্যস্ত নিজের শুটিং নিয়ে।