গাড়ি দুর্ঘটনার কবলে প্রধানমন্ত্রীর ভাই ও তাঁর পরিবার, আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে

বাংলাহান্ট ডেস্ক: দুর্ঘটনার কবলে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভাই। মহীশূর থেকে বান্দিপুর যাওয়ার পথে পথ দুর্ঘটনার কবলে পড়লেন মোদীর ছোট ভাই ও তাঁর পরিবারের সদস্যরা। দুর্ঘটনায় কারও গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। যদিও সকলেরই সামান্য চোট লেগেছে বলে জানা গিয়েছে। 

মঙ্গলবার গাড়িতে মহীশূর থেকে বান্দিপুর যাচ্ছিলেন প্রধানমন্ত্রীর ছোট ভাই প্রহ্লাদ মোদী (Prahlad Modi)। তাঁর সঙ্গে গাড়িতে পরিবারের একাধিক সদস্যও ছিলেন। প্রহ্লাদের সঙ্গে তাঁর ছেলে মেহুল ছিলেন। একইসঙ্গে মেহুলের সন্তানরাও উপস্থিত ছিলেন গাড়িতে। বান্দিপুর যাওয়ার পথে হঠাতই ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। এর ফলে গাড়িটি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। 

prahlad modi car accident

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। দেখা যায়, প্রহ্লাদ মোদীর গাড়ির সামনের দিকটি পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে। এছাড়াও একটি টায়ারও ফেটে গিয়েছে। মোদী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সঙ্গে কাছের জেএসএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনা ঘটলেও কারোরই আঘাত গুরুতর নয়। প্রত্যেকেরই সামান্য চোট লেগেছে। আপাতত তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

prahlad modi

প্রসঙ্গত, নরেন্দ্র মোদীর মতো রাজনীতিতে আসেননি তাঁর ছোট ভাই প্রহ্লাদ। বরং রাজনীতির সঙ্গে বরাবরই দূরত্ব বজায় রেখেছেন তিনি। নিজেকে সমাজকর্মী হিসেবে পরিচয় দেন প্রহ্লাদ। এমনকী, অধিকাংশ সময়েই বিভিন্ন সমাজসেবা মূলক কাজে ব্যস্ত থাকেন তিনি। 

এছাড়াও প্রহ্লাদ মোদী হলেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সহকারী সভাপতি। একাধিক বার তিনি দেশে রেশনের উচ্চ মূল্য নিয়ে সরব হয়েছেন। বলা হয়, দাদা নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময়ে প্রহ্লাদ এই ইস্যু নিয়ে সরব হয়েছিলেন। তাঁদের দাবি ছিল, গরিব মানুষ যেন সঠিক মূল্যে রেশন পান। 


Subhraroop

সম্পর্কিত খবর