বড় খবর! এবার বছরের শেষে আরও এক বড় কোম্পানির মালিক হচ্ছেন মুকেশ আম্বানি

বাংলা হান্ট ডেস্ক: ব্যবসায়িক ক্ষেত্রে নিজেদের পরিধি ক্রমাগত বৃদ্ধির পথে অগ্রসর হচ্ছে রিলায়েন্স (Reliance)। সেই রেশ বজায় রেখেই এবার বছরের শেষে আরও একটি কোম্পানি অধিগ্রহণের পথে হাঁটল রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড (Reliance Consumer Products Limited, RPCL)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইশা আম্বানির নেতৃত্বাধীন RCPL এবার চকোলেট প্রস্তুতকারক লোটাস চকোলেট কোম্পানির ৫১ শতাংশ অধিগ্রহণ করতে চলেছে।

মোট ৭৪ কোটি টাকার বিনিময়ে এই অধিগ্রহণ সম্পন্ন হবে। পাশাপাশি খোলা বাজার থেকে আরও ২৬ শতাংশ অধিগ্রহণের কথাও ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই এই প্রসঙ্গে রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের সাথে লোটাস চকোলেট কোম্পানির একটি চুক্তি সম্পন্ন হয়েছে। এদিকে, “রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেড”-এর একজিকিউটিভ ডিরেক্টর ইশা আম্বানি এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন যে, দেশীয় স্তরে উৎপাদিন উন্নত গুণমানের পণ্যের বাজার বৃদ্ধির লক্ষ্যে রিলায়েন্সের পক্ষ থেকে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই পদক্ষেপ তারই অংশ।

পাশাপাশি, ইতিমধ্যেই লোটাস চকোলেট চকো ও কোকা পণ্য উৎপাদনে নিজেদের স্থান বজায় রেখেছে। এমতাবস্থায়, এই অধিগ্রহণের মাধ্যমে বেশি সংখ্যক গ্রাহকের কাছে কম দামে নিজস্ব পণ্য পৌঁছনোর সুযোগ তৈরি করা যাবে। এছাড়াও ইশা জানিয়েছেন, “আমরা লোটাসের অভিজ্ঞ ম্যানেজমেন্টের সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ধীরে ধীরে আমরা পরবর্তী ধাপের বাণিজ্যিক সম্প্রসারণের দিকে নজর দেব।”

প্রসঙ্গত উল্লেখ্য যে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) FMCG খাতে এই বিনিয়োগ যেমন রিলায়েন্সের এই খাতে দখল অনেকাংশেই বৃদ্ধি করবে পাশাপাশি লোটাসকেও আরও ভালোভাবে নিজেদের বাণিজ্যিক কর্মকাণ্ড তুলে ধরার সুযোগ এনে দেবে। মূলত, কোকা, কনফেকশনারি, চকোলেট জাতীয় সমস্ত পণ্য বাণিজ্যিক ও উপভোক্তা মার্কেটের জন্য প্রস্তুত করাই হবে এই দু’পক্ষের লক্ষ্য।

এমতাবস্থায়, লোটাসের কর্ণধার অভিজিৎ পাই জানিয়েছেন, তাঁরা রিলায়েন্সের মত সংস্থার সঙ্গে এহেন চুক্তি সম্পন্ন করে ভীষণই উৎসাহিত। তিনি আরও জানান, তাঁদের তরফে সব সময়েই চেষ্টা করা হয়েছে যাতে ওই কোম্পানি চকোলেট এবং কোকাজাতীয় পণ্য উৎপাদনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য স্থান অর্জন করতে পারে। রিলায়েন্সের সঙ্গে চুক্তির মাধ্যমে সামগ্রিকভাবে পুরো বিষয়টি ভালোভাবে সম্ভব হবেও তিনি জানান।

MUKESH AMBANI 1 1

প্রসঙ্গত উল্লেখ্য, RCPL খুব দ্রুত খোলা বাজার থেকে লোটাসের ২৬ শতাংশ শেয়ার কেনার কথা ঘোষণা করবে। সূত্রের খবর অনুযায়ী, সেবির নিয়ম মেনেই খোলা বাজার থেকে ৩৩.৩৮ লক্ষ ইক্যুইটি শেয়ার কেনা হবে। এদিকে, পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, লোটাস ২০২২ সালের মার্চে ৮৭ কোটি টাকার নেট বিক্রি পোস্ট করেছে। যার মধ্যে নেট লাভের পরিমান হল ৬ কোটি টাকা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর