বছরের প্রথম দিনেই একধাক্কায় অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম! পকেটে চাপ আম জনতার

বাংলাহান্ট ডেস্ক : নতুন বছর পড়তে না পড়তে দেশের মানুষের ভোগান্তির শুরু। জ্বালানির দাম কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে একধাক্কায় এবার অনেকটাই বাড়িয়ে দেওয়া হল। আর এটাই নাকি নতুন বছরের যাকে বলে ‘সারপ্রাইস’। গত বছরের শেষ দিনে অর্থাৎ ৩১শে ডিসেম্বর মাঝরাত থেকেই দাম বৃদ্ধি করে বাণিজ্যিক গ্যাস (Commercial LPG) প্রতি সিলিন্ডার পিছু ২৪ টাকা করে বাড়ানো হল। তবে এখনো পর্যন্ত রান্নার জন্য যে গ্যাস সিলিন্ডার (১৪.২ কেজি ওজনের) ব্যবহার করা হয় তার দাম একই আছে।

জানা গিয়েছে, শহর কলকাতাতেই (Kolkata) আগে এই ১৯ লিটরের বাণিজ্যিক গ্যাস বা commercial LPG-এর সিলিন্ডার প্রতি দাম ছিল ১৮৪৪.৫০ টাকা। তার সাথে আরও ২৪ টাকা করে বাড়ানো হলো ৩১শে ডিসেম্বর থেকে মাঝরাত থেকে। এখন তার মূল্য হলো ১৮৬৮.৫০ টাকা করে প্রতি সিলিন্ডারে। ওই দিকে রাজধানী শহর দিল্লী এবং মুম্বাইতে এই বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি পেলেও তা কলকাতার থেকে তুলনামূলক ভাবে অনেকটাই কম।

যেখানে দিল্লীতে বাণিজ্যিক গ্যাসের দাম ১,৭৬৮ টাকা করে প্রতি সিলিন্ডারে করা হলো, সেখানে মুম্বাইতে প্রতি সিলিন্ডার বাণিজ্যিক গ্যাসের দাম হলো ১,৭২১ টাকা। তবে দিল্লী, মুম্বাই, কলকাতা ছাড়াও এই গ্যাসেরসিলিন্ডার প্রতি দাম বেড়েছে চেন্নাইতেও। আর এখানেই সিলিন্ডার প্রতি গ্যাসের দাম সবচেয়ে বেশী। এখানে সিলিন্ডার প্রতি গ্যাসের দাম ধার্য করা হয়েছে ১৯১৭ টাকা করে।

lpg gas cylinder

ওয়াকিবহাল মহলের মতে, কেন্দ্রীয় সরকার হয়তো আগে থেকেই এই দাম বৃদ্ধি করবে বলে ঠিক করে রেখেছিলো। কারণ গত ৬ মাস ধরে এই গ্যাসের দাম প্রায় ৫ বার কমেছিল। তবে নতুন বছরের শুরুতেই গ্যাসের দাম বাড়ানোর ফলে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হলেন হোটেল ব্যবসায়ীরা। একে তো বাজারে সব জিনিসের এতো দাম, এর মধ্যেই এখন বৃদ্ধি পেলো বাণিজ্যিক গ্যাসের দাম। তাঁদের অনেকের বক্তব্য এরম করে চললে তাঁদের পক্ষে এই ব্যবসা করাই সমস্যা হয়ে দাঁড়াবে এবং গ্যাসের দাম বাড়লে রেস্টুরেন্টে খাবারের দামও বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক। তাই এবার থেকে রেস্টুরেন্টে গেলে যে মোটা অঙ্কের টাকা খসবে তা বলাই বাহুল্য।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর