বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশের প্রতিটি মানুষের কাছেই আধার কার্ড (Aadhar Card) একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে ব্যবহৃত হয়। পড়াশোনা থেকে শুরু করে কর্মক্ষেত্র প্রতিটি জায়গাতেই এই কার্ড প্রায়শই কাজে লাগে। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতেও এই কার্ড অত্যন্ত প্রয়োজনীয়। তবে, এবার ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (Unique Identification Authority of India, UIDAI) দেশবাসীকে “আধার” ব্যবহার করার সময় সতর্ক থাকার অনুরোধ করেছে।
ইতিমধ্যেই UIDAI-এর তরফে বলা হয়েছে যে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান বা পাসপোর্টের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ নথিগুলির মতো আধার ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকা উচিত সাধারণ মানুষের। এই প্রসঙ্গে আধার নম্বর প্রদানকারী সংস্থা UIDAI জানিয়েছে যে, দেশের বাসিন্দাদের তাঁদের আধার কার্ড বা সেটির প্রতিলিপি যেখানে-সেখানে ফেলে যাওয়া উচিত নয়।
অন্য কাউকে তথ্য দেবেন না: শুধু তাই নয়, UIDAI-এর তরফে আরও বলা হয়েছে যে, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য পাবলিক ফোরামে আপনার আধার নম্বর শেয়ার করা থেকে বিরত থাকুন। এর পাশাপাশি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আধার নম্বর ব্যবহার করার সময়ে, মোবাইল ফোনে আসা আধার-ওটিপি সম্পর্কিত তথ্য অন্য কোনো অপরিচিত ব্যক্তিকে দেওয়া উচিত নয়। এছাড়াও, এম-আধারের পিন নম্বরও অন্যদের জানানো উচিত নয় বলে জানানো হয়েছে।
আধার লকের সুবিধা: UIDAI-র দেওয়া পরামর্শে বলা হয়েছে, “সুবিধা এবং পরিষেবাগুলি পাওয়ার জন্য আপনি আপনার পছন্দমতো আধার ব্যবহার করতে পারেন। কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, PAN বা পাসপোর্টের মতো অন্যান্য পরিচয়পত্রের মতোই আধার ব্যবহারেও একই সতর্কতা অবলম্বন করুন।” এমতাবস্থায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই বাসিন্দাদের জন্য “ভার্চুয়াল আইডেন্টিফায়ার'” তৈরি করার সুবিধাও প্রদান করে যাঁরা তাঁদের আধার নম্বর কাউকে প্রকাশ করতে চান না। এছাড়া আধার লক করার সুবিধাও দেওয়া হয়েছে।