বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে ভারতীয় ক্রিকেট দল (Team India) প্রতিটি ফরম্যাটেই পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আপাতত টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বেশ কিছু সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হচ্ছে চলতি বছরে দেশের মাটিতে আয়োজিত হতে চলা ওডিআই বিশ্বকাপের (ODI World Cup 2023) কথা মাথায় রেখে। এইমুহূর্তে বিসিসিআই টি-টোয়েন্টি ফরম্যাটকে অধিক গুরুত্ব দিতে নারাজ। তাদের কাছে অগ্রাধিকার পাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final)। ভারতের দ্বিতীয়বার সেই টুর্নামেন্টের ফাইনাল খেলার ভালো সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপে যেন ভারতীয় দলকে নিয়ে হতাশ না হতে হয়, সেইদিকেও কড়া নজর রাখছে বিসিসিআই (BCCI)।
এমন পরিস্থিতিতে বেশ কিছু ক্রিকেটার কিছু একটি করে ফরম্যাট থেকে সরে দাঁড়াতে পারেন অন্যান্য ফরম্যাট গুলিতে নিজেদের কেরিয়ারের মেয়াদ বাড়ানোর জন্য। এমন চার ক্রিকেটারকে নিয়েই আজকে আমাদের এই প্রতিবেদন।
৪. হার্দিক পান্ডিয়া: হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) কেরিয়ার অবশেষে চোট আঘাতের জটিলতা কাটিয়ে ফের ছন্দে ফিরেছে। তাকে টি-টোয়েন্টি ফরম্যাটের স্থায়ী অধিনায়ক হতে দেখা যেতে পারে চলতি বছরেই। ওডিআই ফরম্যাটে ও আপাতত রোহিতের ডেপুটির ভূমিকায় দেখা যাবে তাকে। এমন অবস্থায় টেস্ট ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণা করে দিতে পারেন হার্দিক। দীর্ঘদিন টেস্ট ক্রিকেট খেলেননি তিনি এবং কেরিয়ারের দৈর্ঘ্য বাড়াতে সেই সিদ্ধান্ত নিলে আখেরে লাভ হবে তারই।
৩. রবিচন্দ্রন অশ্বিন: এইমুহূর্তে ভারতের টেস্ট দলের সবচেয়ে নির্ভরযোগ্য ক্রিকেটের অশ্বিন (Ravi Ashwin)। বোলিং এবং ব্যাটিং দুই বিভাগই দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচের ফল পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন ভারতীয় অলরাউন্ডার। ২০২২ সালে তিনি চুটিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে খেলেছেন। তবে বলার মতো কোনও উল্লেখযোগ্য পারফরম্যান্স করতে পারেননি এই ফরম্যাটে। কিন্তু নিজের টেস্ট কেরিয়ারের কথা মাথায় রেখে হয়তো আরও কয়েকজন অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটারের মতো ২০২৩ সালেই ওই ফরম্যাট থেকে সরে দাঁড়াতে পারেন অশ্বিন।
২. মহম্মদ শামি: শামি (Md. Shami) নিজের কেরিয়ারে বেশ কয়েকবার চোট আঘাতের সমস্যায় ভুগেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভদ্রস্থ পারফরম্যান্স করার পর চোটের কারণে তিনি বাংলাদেশ সফর থেকে ছিটকে যান। চোট আঘাত নিয়ে বিব্রত থাকায় শামি হয়তো ক্ষুদ্রতম ফরম্যাটকে বিদায় জানাতে পারেন চলতি বছরেই যাতে বাকি দুটি ফরম্যাটে দীর্ঘদিন নিজের খেলা চালিয়ে যেতে পারেন।
১. ভুবনেশ্বর কুমার: টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে তাকে ভারতীয় দলে খুব একটা বেশি দেখা যায়নি। ভুবি (Bhuvneshwar Kumar) গোটা বছর বেশ কিছু ভালো পারফরম্যান্স উপহার দিয়েছেন, কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে বারবার প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছেন। এই মুহূর্তে ভারতের মাটিতে আয়োজিত হতে চলা ওডিআই বিশ্বকাপের জন্যও হয়তো তাকে বিবেচনা করবেন না নির্বাচকরা। এমন অবস্থায় যদি ভুবনেশ্বর কুমার ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে চান তাহলে টেস্ট বা টি-টোয়েন্টি যেকোনো একটি ফরমেটের মায়া ত্যাগ করে তাকে ওডিআইতে মনোনিবেশ করতে হবে। তাই হয়তো নির্দিষ্ট কোন একটি ফরম্যাটে অবসর নেওয়ার কথা ভাবতে পারেন ভুবনেশ্বর।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…