শতাব্দী-পাহাড়িয়া সহ ২৯০টি ট্রেন বাতিল করল রেল! বিপদে পড়ার আগে দেখে নিন তালিকা

বাংলাহান্ট ডেস্ক : ঠাণ্ডা পড়ার সাথে সাথে প্রতিনিয়ত কুয়াশা ট্রেন চলাচলের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশার কারণে আজও রেল চলাচল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়াশাসহ একাধিক সমস্যার জেরে ভারতীয় রেলওয়ের (Indian Railways) তরফে আজ অর্থাৎ ৩রা জানুয়ারি ২৯০টি ট্রেন বাতিল (Train Cancellation) করা হয়েছে। গতকাল ২রা জানুয়ারি ২৬১টি ট্রেন বন্ধ ছিল বলেই জানা গিয়েছে।

আজ বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে যাত্রীবাহী, মেল এবং একাধিক এক্সপ্রেস ট্রেন রয়েছে। ২৪৭টি ট্রেন সম্পূর্ণ বাতিল করার পাশাপাশি অন্যদিকে ৪৩টি ট্রেন আংশিকভাবে বাতিল করা হয়েছে। এছাড়াও,  আজ ২৪টি ট্রেনের সময়সূচীরও পরিবর্তন হয়। তাই একই সময়ে, আজ ১১টি ট্রেনকে তাদের নির্ধারিত রুটের পরিবর্তে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

   

অন্যদিকে, উত্তরবঙ্গের (North Bengal) স্টেশনগুলিতে স্বয়ংক্রিয় সিগন্যাল এবং স্টেশনগুলিকে সুন্দর ভাবে সাজিয়ে তোলার কাজের জন্য বেশ কিছু উত্তর- পূর্বগামী ট্রেন বাতিল করা হয়েছে। আগামী ৪ থেকে ৬ই জানুয়ারি জলপাইগুড়ি স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ করা হবে। তাই যথারীতি সেই লাইনে চলচলকারী বেশ কিছু ট্রেনও বাতিল হতে চলেছে। আরও কিছু ট্রেনের সময়সীমা পরিবর্তিত করা হয়েছে। সর্বপরি কিছু ট্রেনের নির্ধারিত রুট পরিবর্তন করা হয়েছে।

এই প্রসঙ্গে বলে রাখা দরকার, অনলাইনে ট্রেনগুলির স্ট্যাটাস চেক করতে, পুনঃনির্ধারিত এবং ডাইভার্ট করা ট্রেন সম্পর্কে তথ্য জানতে ভারতীয় রেলওয়ে এবং IRCTC ওয়েবসাইট এবং NTES অ্যাপে চোখ রাখুন। ট্রেনের অবস্থান জানতে রেলওয়ের ওয়েবসাইট https://enquiry.indianrail.gov.in/mntes অথবা IRCTC ওয়েবসাইট https://www.irctchelp.in/cancelled-trains-list/ লিঙ্কে  চেক করতে হবে।

indian railways train main

আজ যে ট্রেনগুলি বাতিল হয়েছে তার মধ্যে আছে–
01620 শামলি – দিল্লী জং, 01621 দিল্লী জং – শামলি, 04030 ফারুখনগর – দিল্লী সরাই রোহিল্লা, 04041 দিল্লী সরাই রোহিল্লা – ফারুখনগর, 04042 দিল্লী সরাই রোহিল্লা – ফারুখনগর, 04383 প্রয়াগরাজ সঙ্গম, 04383 প্রয়াগরাজ সঙ্গম – জৈনপুর 4083 প্রয়াগরাজ সঙ্গম – জৈনপুর  জংশন – দিল্লী জংশন, 12241 সুপারফাস্ট চণ্ডীগড় – অমৃতসর জংশন এবং 12241 সুপারফাস্ট অমৃতসর জংশন – চণ্ডীগড়, 12506 পূর্বভোত্তর এক্সপ্রেস আনন্দ বিহার টার্মিনাল – কামাখ্যা, 12583 ডবল ডেকার এসি লখনউ – আনন্দ বিহার টার্মিনাল, 12583 এসি লুকারমিন 12584, লুকারমিন 12584  এক্সপ্রেস সীতামারহি – আনন্দ বিহার টার্মিনাল, 14006 লিচ্ছাভি এক্সপ্রেস আনন্দ বিহার টার্মিনাল – সীতামাড়ি, 14217 উনচাহার এক্সপ্রেস প্রয়াগরাজ সঙ্গম – চণ্ডীগড়, 12033 কানপুর সেন্ট্রাল – নতুন দিল্লি, 12034 শতাব্দী নতুন দিল্লি – কানপুর সেন্ট্রাল, 12357 কলকাতা দূর্গিয়ানা এক্সপ্রেস – 12357 জঙ্গীনাল 28 মহানগরী  এক্সপ্রেস নিউ দিল্লি – গয়া জংশন, 12873 ঝাড়খণ্ড এক্সপ্রেস হাতিয়া – আনন্দ বিহার টার্মিনাল, 14003 মালদা টাউন – নতুন দিল্লি, 15130 মেল এক্সপ্রেস বারাণসী সিটি – গোরখপুর ইত্যাদি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর