এবার কী গ্রেফতার? অভিষেকের শ্যালিকার রক্ষাকবচ খারিজের উদ্দেশ্যে আদালতে ইডি

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকার রক্ষাকবচ খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। জানা গিয়েছে, বুধবার ইডি তরফে মেনকা গম্ভীরের (Maneka Gambhir) রক্ষাকবচ খারিজের আবেদন জানানো হয়েছে উচ্চ আদালতে।

প্রসঙ্গত, যে নোটিসের ওপর ভিত্তি করে অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীর আদালতে গিয়েছিলেন তার মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। সাথেই ফুরিয়েছে একক বেঞ্চের দ্বারা প্রদান করা রক্ষাকবচের মেয়াদও। এরপরেই তাঁর রক্ষাকবচ খারিজের উদ্দেশ্যে আদালতে পৌঁছালো ইডি। ইডির এই আবেদনে কোনোরূপ হস্তক্ষেপ করেনি কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

পূর্বে মেনকাকে তলব করা কালীন হাই কোর্টের প্রদান করা রক্ষাকবচ নিয়ে হাজিরা দিয়েছিলেন অভিষেক শ্যালিকা। ফলে আগের সমনের ভিত্তিতে রক্ষাকবচের মেয়াদ শেষ হয়েছে মেনকার। এই আবহে সিঙ্গল বেঞ্চে মেনকার রক্ষাকবচ খারিজ করার জন্য নতুন করে আবেদন করতে পারবে তদন্তকারী সংস্থা। সেইমতই এবার তাঁর রক্ষাকবচের আবেদন খারিজ করতে উচ্চ আদালতের দ্বারস্থ ইডি।

ed

উল্লেখ্য, পূর্বে কলকাতা হাই কোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের একক বেঞ্চ শহর কলকাতাতেই মেনকাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিল তদন্তকারী সংস্থাকে। পাশাপাশি, আপাতত তাঁকে গ্রেফতার করা যাবে না বলেও জানিয়েছিল বিচারপতির সিঙ্গেল বেঞ্চ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর