‘কাকে চাকরির টাকা দিয়েছেন? ফেরত পেতে আমাকে জানান’, বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

বাংলা হান্ট ডেস্ক : নিয়োগে দুর্নীতি (Recruitment Scam), টাকা নিয়ে চাকরি দেওয়া ইত্যাদি একাধিক বিষয় নিয়ে গত কয়েক মাসে একের পর এক সাহসী পর্যবেক্ষণ রেখেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। এবার চাকরি হারানো প্রার্থীদের উদ্দেশে বিচারপতি পরামর্শ দিলেন, টাকা ফেরত পেতে চাইলে তাঁকে জানাতে পারেন তাঁরা।

কয়েক দিন আগেই ২৬৮ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর তাঁরা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। শীর্ষ আদালত বলেছিল, এঁদের বক্তব্য হাইকোর্টকে আবার শুনতে হবে। সেই মতো ২৬৮ জনকে হলফনামা দিতে বলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

   

Untitled design 83

গতকাল বুধবার ১৪৩ জনের চাকরি বাতিল করেন বিচারপতি। আজ বৃহস্পতিবার আরও ৫৯ জনকে চাকরি বরখাস্তের করলেন তিনি। তারপরই চাকরি হারানোদের আইনজীবীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আইনজীবীদের বলেন, আপনাদের মক্কেলরা যে টাকা দিয়ে চাকরি পেয়েছিল আপনারা জানেন? কাকে টাকা দিয়েছিল চাকরি পাওয়ার জন্য ? সেই কথা কি আপনাদের জানিয়েছে? এখন কি তারা টাকা ফেরত পেতে চায়? প্রয়োজনে আমাকে জানাতে পারেন।’

প্রসঙ্গত, বিচারপতি গঙ্গোপাধ্যায় কয়েক মাস আগে বলেন, ‘ধেরে ইঁদুরকে খুঁজে বের করতে হবে।’ তবে সে ব্যাপারে কারও নাম করেননি তিনি। বিচারপতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে জানান, তিনি নিয়োগ দুর্নীতির সমস্ত রায়ে দৃষ্টান্ত স্থাপন করতে চান। চাকরি হারিয়েছেন যারা তাঁরা যদি কাদের টাকা দিয়েছেন তা ফাঁস হয় তাহলে নাম আসতে পারে অনেক প্রভাবশালীরই। এমনই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

ad2
Avatar
Sudipto

সম্পর্কিত খবর